Sonu Nigam Pahalgam Controversy: ‘ঠিক এই কারণেই পহেলগাঁও-তে সন্ত্রাস হামলা হয়েছে…’, মঞ্চে বিস্ফোরক সোনু!


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁওকাণ্ডে উত্তপ্ত দেশবাসী। ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে নানা কড়া পদক্ষেপ করতে শুরু করেছে। এই নির্মম ঘটনা নিয়ে যখন গোটা দেশবাসী প্রতিবাদে ফুঁসছে, তখন সঙ্গীতশিল্পী সোনু নিগম পহেলগাঁও নিয়ে উদ্ভট কথা বলে বসলেন। যার জেরে গায়ককে আইনি বিপাকে পড়তে হয়।

ঘটনাটি ঠিক কী?
২৫ এপ্রিল বেঙ্গালুরুতে একটি গানের অনুষ্ঠানে গিয়েছিলেন সোনু। সেখানেই এক শ্রোতা তাঁকে একাধিকবার কন্নড় ভাষায় গান গাওয়ার জন্য অনুরোধ করেন। শেষমেশ মেজাজ হারিয়ে ফেলেন গায়ক। এবং উত্তরে আচমকাই পহেলগাঁও প্রসঙ্গ টেনে বসেন তিনি। 

কী বলেছিলেন সোনু?
সোনু নিগম বলেন, ‘আমার একদম ভালো লাগেনি যে, এমন একজন ছেলে আমাকে বলছে যার বয়স যত না তার আগে আমি কন্নড় ভাষায় গান গাইছি।’ তিনি আরও বলেন, ‘ঠিক এই কারণেই পহেলগাঁও-তে সন্ত্রাস হামলা হয়েছে। কাকে এ ভাবে বলছেন একবার তো খেয়াল করুন।’

আরও পড়ুন:Madhyapradesh Horror: ১৭-র কিশোরীকে দু’রাত ধরে চার বর্বরের ভয়াবহ ধর্ষণ! তৃতীয়দিনের ভোরে ডেপুটি জেলরও…

যদিও গায়ক স্বীকার করেছেন যে তিনি কন্নড় ভাষা ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন। কিন্তু পহেলগাঁওয়ের ভয়াবহ এই সন্ত্রাসী হামলা সম্পর্কে তাঁর একদম করা উচিত হয়নি বলে মনে করেছেন অনেকেই।

গায়কের বিরুদ্ধে কী অভিযোগ?
পুলিস সূত্রে জানা গিয়েছে, ‘কর্নাটক রক্ষা বেদিকে’ নামে একটি কন্নড়পন্থী সংগঠন তাদের সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করার জন্য সোনু নিগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযোগ, সোনু নিগমের মন্তব্যে কন্নড় সম্প্রদায়ের অনুভূতিকে তীব্র আঘাত করেছে। কর্ণাটকের বিভিন্ন ভাষাগত সম্প্রদায়ের মধ্যে ঘৃণা উস্কে দিয়েছে। সংগঠনের সদস্যদের শঙ্কা, গায়কের এই বক্তব্য রাজ্যে হিংসা উস্কে দিতে পারে।

ঘটনাটি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়। সোনুর এই মন্তব্যই বিতর্কের সৃষ্টি করে। নেটিজেনদের তরফে মিলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ গায়ককে সমর্থন করছেন। তাঁদেরই একাংশ আবার সোনু নিগমের এই ব্যবহারে ক্ষোভ উগরে দিয়েছেন। 

আরও পড়ুন:India Pakistan Tension: গুলি নেই, বোমা নেই! যুদ্ধে মাত্র চার দিন টিকতে পারবে ‘অভাবি’ পাকিস্তান…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *