জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন ইন্ডিয়ান আইডলের ১২তম সিজনের বিজয়ী (Indian Idol 12 Winner) পবনদীপ রাজন (Pawandeep Rajan)। সোমবার (৫ মে) ভোররাত ৩টা ৪০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। উত্তরাখণ্ড থেকে দিল্লি ফিরছিলেন তিনি ও তাঁর দুই সঙ্গী। তিন জনেই ভয়ংকর আহত হন। এদিনই তাঁকে পাঠানো হয় দিল্লির হাসপাতালে। ৬ ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার।
গজরাউলা থানা এলাকার ৯ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, গাড়ি চালাতে চালাতে তাঁর ড্রাইভার হঠাৎ ঘুমিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে সামনে থেকে একটা ক্যান্টার চলে আসে। ভয়ংকর দুর্ঘটনায় গুরুতর আহত হন জনপ্রিয় এই গায়ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হাসপাতালের বিছানায় থাকা গায়কের ছবি। আহত পবনদীপকে হাসপাতালে নেওয়ার পর তড়িঘড়ি চিকিৎসা শুরু করেন কর্তব্যরত ডাক্তাররা। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দেখা যায়, পবনদীপনের পরনের জামাকাপড় কাটছেন চিকিৎসকরা। অচেতন পবনদীপের ভেঙেছে দুই হাত ও পা। প্রাথমিক চিকিত্সার পরেই তাঁকে দিল্লির হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায় যে, ২ পা ও ২ হাত ভেঙেছে গায়কের। এছাড়াও মাথায় গুরুতর আঘাত লেগেছে তাঁর। সোমবার সারাদিনই ব্যথায় ছটফট করছিলেন তিনি। অবশেষে সন্ধেবেলা দিল্লির হাসপাতালে অস্ত্রোপচার হয় তাঁর। ৬ ঘণ্টা ধরে চলে সেই অপারেশন। আইসিইউ-তে রয়েছেন তিনি। আগামী ৩ থেকে ৪দিন তাঁকে রাখা হবে আইসিইউতে।
রিয়ালিটি শোয়ের দৌলতে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন উত্তরাখণ্ডের ছেলে পবনদীপ রাজন। জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ ১২তম সিজনে বিজয়ী হন পবনদীপ। অডিশনের পর থেকেই গান দিয়ে দর্শক-শ্রোতাদের মন জয় করেন পবন। একই সঙ্গে অনেক বাদ্যযন্ত্র বাজিয়ে গান গাওয়াতে পবনদীপের জুড়ি মেলা ভার। ইতোমধ্যেই কয়েকটি গানের সুরও করেছেন তিনি। ইন্ডিয়ান আইডলে প্রতিযোগী থাকাকালীন পবন-অরুণিতার জনপ্রিয়তার কারণে অক্টোপাস এন্টারটেইনমেন্ট ২০টি গানের জন্য চুক্তিবদ্ধ করে এ জুটিকে। পবনদীপের জন্য নেটপাড়ায় প্রার্থনা জানিয়েছেন তাঁর ফ্যানেরা। পবনদীপকে নিয়ে উদ্বিগ্ন তাঁর ফ্যানেরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)