Operation Sindoor | Purnam Kumar Shaw: ‘আর আশা নেই, পাকিস্তান আর ছাড়বে না!’ অপারেশন সিঁদুর ‘মুছে’ দেবে না তো বন্দি বাঙালি জওয়ানের স্ত্রীর…


বিধান সরকার: পহেলগাঁও হামলার বদলায় ভারতের প্রত্যাঘাত! অপারেশন সিঁদুর (Operation Sindoor)! পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। পহেলগাঁওয়ে (Pahalgam Attack) আক্রান্ত হতভাগ্য পরিবারগুলি থেকে আপামর দেশবাসী বলছে, একদম উপযুক্ত জবাব! কিন্তু এই অপারেশন সিঁদুর, ভারতীয় সেনার পাকিস্তানে প্রত্যাঘাতের মধ্যেই অনিশ্চয়তার কালো মেঘ রিষড়ার বন্দি বিএসএফ জওয়ানের (BSF Jawan) পরিবারে। সেখানে বাড়ছে উদ্বেগ আর উৎকন্ঠা।

কেন আটক পূর্ণম কুমার সাউ
বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ (Purnam Kumar Shaw)। পাক রেঞ্জার্সদের হাতে বন্দি ১৫ দিন ধরে। ভুল করে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে যাওয়ায় পূর্ণম কুমার সাউকে বন্দি করে পাকসেনা। তারপর থেকে পাকিস্তানেই বন্দি বাঙালি বিএসএফ জওয়ান। ফিরোজপুর সেক্টরে কিষাণ গার্ডের দায়িত্ব পালন করছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। সেইসময়ই একটি গাছেন নীচে বিশ্রাম করতে বসেন। সেই গাছটি পাকিস্তানের মধ্যে পড়ে। অসাবধানতাবশত তিনি আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে যাওয়ায়, সঙ্গে সঙ্গে তাঁকে পাক রেঞ্জার্সরা আটক করে। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পরই এই ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এরপর থেকে পাকসেনার সঙ্গে যোগাযোগ করে ভারতীয় সেনা দ্রুত ফ্ল্যাগ মিটিংয়ের আয়োজন করে। কিন্তু ভারতীয় সেনার সেই ফ্ল্যাগ মিটিংয়ে সাড়া দেয়নি পাকিস্তান। এরকম আগে বহুবার হলেও, এবার পহেলগাঁও হামলার পর ভারত-পাক সীমান্তে উত্তেজনা বাড়তেই পাকিস্তানও পূর্ণম কুমার সাউকে নিয়ে অনড় মনোভাব দেখায়। এরইমধ্যে বিএসএফ জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী পাঠানকোট সীমান্তেও যান। পালটা এক পাক রেঞ্জার্সকে গ্রেফতারও করে বিএসএফ।

স্ত্রী রজনী বলছেন…
এসবে পূর্ণম কুমার সাউয়ের মুক্তির ব্যাপারে আশার আলো দেখছিল পরিবার। কিন্তু বুধবার মাঝরাতে ভারতীয় সেনা পাকিস্তান ও পাকিস্তানের জঙ্গি শিবিরে অপারেশন চালানোয় এখন অনিশ্চয়তার মেঘ বিএসএফ জওয়ানের পরিবারে। পূর্ণমের স্ত্রী রজনী অন্তঃসত্ত্বা। স্বামীর চিন্তায় দু-চোখে জল নিয়ে বলছেন, “এখন আর আশা দেখছি না। যুদ্ধ বেঁধে গিয়েছে। পাকিস্তান হয়ত আর ছাড়বে না!”

রজনী নিজে বিএসএফ হেড কোয়ার্টারে গিয়ে সিইও-র সঙ্গে কথা বলে এসেছেন। কিন্তু তারপরেও ৮ দিন কেটে গিয়েছে। এবার চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাঁর অসহায় অবস্থার কথা জানাতে। গতকাল তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তা এসেছিলেন রিষড়ায় জওয়ানের বাড়িতে। তাঁর মাধ্যমেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার বার্তা দিয়েছেন বন্দি বাঙালি জওয়ানের স্ত্রী।

আরও পড়ুুন, India Pakistan War: ভারতীয় সেনার বিক্রমে চুরমার পাক যুদ্ধবিমান! রাতভর চেষ্টায় দাঁতও ফোটাতে পারেনি সীমান্তে…

আরও পড়ুন, India Pakistan War Operation Sindoor: ঝরেছে বিনয়-বিতানদের রক্ত, মুছেছে সিঁদুর! ভারতীয় সেনার স্কাল্প মিসাইল-হ্যামার বোমাতেই বৈধব্যের বদলা… 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *