খেলার মাঝেই নিভল মাঠের আলো! ধরমশালায় বাতিল আইপিএলের ম্যাচ…Floodlights at Dharamshala stadium go off during IPL match amid Pak attack in parts of India, match cancelled


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হানাদার পাকিস্তান। ভারতের বিভিন্ন শহরের তখন ড্রোন হামলা শুরু হয়ে গিয়েছে। হঠাত্‍ নিভল ফ্লাডলাইট! ধর্মশালা স্টেডিয়ামে শেষপর্যন্ত বাতিলই হয়ে গেল আইপিএলের পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ।

আরও পড়ুন: WATCH Rawalpindi Cricket Stadium: রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা! দাবানলের মতো ছড়াচ্ছে ভাইরাল ভিডিয়ো…

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) জবাব ইঞ্চিতে ইঞ্চিতে দেওয়া শুরু করেছে ভারত। বুধবার মাঝরাত থেকে ভারতীয় সেনা পাকিস্তানে প্রত্যাঘাত করা শুরু করেছে। আজ, শুক্রবার রাতে পাল্টা আঘাত হানল নির্লজ্জ পাকিস্তান। প্রথমে জম্মু আকাশে ঢোকে পড়ে একে এক পাক- ড্রোন। শেষ খবর অনুযায়ী, হামলা করা হয়েছে পাঠানকোট, কাটরা, জয়সলমীরেও।

এদিকে আইপিএল এখন অন্তিম লগ্নে চলে এসেছে। অপারেশনের সিদুঁরের পরই ম্যাচগুলি স্থান পরিবর্তন করা হয়। পরিবর্তিত সূচিতে পঞ্জাব কিংস  এবং দিল্লি ক্যাপিটালস চলে গিয়েছিল হিমাচলপ্রদেশের শৈলশহর ধরমশালায়। পাকিস্তান যখন হামলা চালায়, তখন যথারীতি খেলা চলছিল। দশম ওভারের প্রথম বলেই আউট হন প্রিয়াংশ আরিয়া। এরপর ব্যাট করতে নামছিলেন শ্রেয়স আইয়ার। হঠাত্‍ মাঠের একটি ফ্লাড লাইট নিভে যায়। এরপর আরও দুটি। দ্রুত মাঠ ছাড়েন অ্যাম্পায়ার ও ক্রিকেটার। ম্যাচ বাতিল ঘোষণা করা হয়। 

ম্যাচটি যাঁরা সম্প্রচার করছিল, তাঁদের অবশ্য দাবি, যান্ত্রিক গোলযোগের কারণেই এই বিপত্তি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আংশিক ব্ল্যাকআউটের সম্ভাবনাও খারিজ করে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন:  India’s Next Test Captain: রোহিতের পর ভারতের টেস্ট অধিনায়ক কে? চারজনের রেসে এগিয়ে ২৫ বছরের এই আইপিএল নেতা!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *