অয়ন ঘোষাল: পশ্চিম ও উত্তর পশ্চিমের শুষ্ক আবহাওয়া। আজ থেকে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি। কাল শনিবার থেকে উত্তরবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি। চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া।
দক্ষিণবঙ্গ
শুক্রবার থেকে সোমবারের মধ্যে অর্থাৎ তিন দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। উইকেন্ডে কলকাতার তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রিতে পৌঁছতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। সোমবার পর্যন্ত তীব্র গরমে কষ্ট। আজ শুক্রবার থেকে সোমবার তাপপ্রবাহ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে।
আরও পড়ুন- School Closed on India Pakistan War: ভারত-পাক উত্তেজনা চরমে, এই এই রাজ্যে স্কুল-কলেজ বন্ধের নির্দেশ…
দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টি
শনিবার ও রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কিছু জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বইবে। কাল
শনিবার উত্তর ২৪ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই চার জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। পরশু রবিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই সাত জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস।
উত্তরবঙ্গ
দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার ছাড়া বাকি সমগ্র উত্তরবঙ্গে আজ শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া। রবিবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান। শনিবার এবং রবিবার তাপ প্রবাহের পরিস্থিতি মালদার এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে।
আরও পড়ুন- Balochistan Independence: পাকিস্তানের দর্পচূর্ণ! সেনার সদর দফতরে বালোচ বিদ্রোহীরা নাচছে…
উত্তরবঙ্গের জেলায় বৃষ্টি
উত্তরবঙ্গে ওপরের দিকের জেলায় কাল শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে কাল বৃষ্টি। পরশু রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে। কোনো কোনো জেলায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
কলকাতা
তীব্র গরম। আজ দিনের তাপমাত্রা ৩৮ এর ঘরে পৌঁছাতে পারে। রাতের তাপমাত্রা ৩০ এর ঘরে পৌঁছাতে পারে। কাল রাতের তাপমাত্রা ২৮.৯ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৪ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় প্রায় ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৪৬ থেকে ৯২ শতাংশ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)