Ramkrishna Mission support Operation sindoor: ‘ভারতমাতাকে আঘাত করলে প্রত্যাঘাত তো হবে’, অপারেশন সিঁদুরে পূর্ণ সমর্থন রামকৃষ্ণ মঠ ও মিশনের…


দেবব্রত ঘোষ: ভারত-পাকিস্তান যুদ্ধ (India Pakistan War) নিয়ে এবার মুখ খুললেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারন সম্পাদক। অকল্যাণের ওপর কল্যানের, অশুভর ওপর শুভের, বর্বরতার উপর সভ্যতার এই যুদ্ধে ভারত মাতার বিজয় কামনা করলেন রামকৃষ্ণ মঠ মিশন ও বেলুড় মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ। ভারতের এই যুদ্ধে আধ্যাত্মিক বা শাস্ত্রীয়  দিক থেকে কোনও অন্যায় নেই বলে তিনি জানালেন। এ যুদ্ধ সরকারের নয়,সাধারণ মানুষের যুদ্ধ। তাই আপামর ভারতবাসীকে সরকারের পাশে থাকার আবেদন জানান। 

আরও পড়ুন, India Pakistan War: ‘পাকিস্তানকে খতম করতে ভারতের বেশি সময় লাগবে না’, দাবি কার্গিলজয়ী বৃদ্ধ সেনার…

তিনি বলেন, এদেশ স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণের দেশ। স্বামীজী বলেছেন, ভারতের কল্যাণ, আমার কল্যাণ। ভারতের প্রতিটি দলিল অতি পবিত্র। ভারত মাতাকে যে কোনওভাবে আঘাত করলে তার প্রত্যাঘাত করা হবে। এই প্রত্যঘাতে কোনও অপরাধ নেই বরং প্রত্যাঘাত না করাটা অপরাধ। সুবিরানন্দজি মহারাজ বলেন, এই যুদ্ধকে পূর্ণ সমর্থন করছেন তারা। ঈশ্বরের কাছে প্রার্থনা করা হচ্ছে যুদ্ধ জয়ে শক্তি দেবার জন্য।

আরও পড়ুন, Bengal Weather Update: যুদ্ধের আবহে চড়চড়িয়ে বাড়ছে পারদ! রাজ্যজুড়ে হিট ওয়েভে, তাপমাত্রা ছোঁবে ৪২ ডিগ্রি…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *