‘এই তো সবে শুরু’, অসমে পঞ্চায়েত ভোটেও এবার ফুটল ঘাসফুল… TMC wins in 5 panchayets at Assam


শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: অসমে শক্তি বাড়াল তৃণমূল। উত্তর-পূর্বে রাজ্যে পঞ্চায়েত ভোটে  চমকপ্রদ সাফল্য পেল এ রাজ্যের শাসকদল। ৫ পঞ্চায়েতে ফুটল ঘাসফুল! দুটি পঞ্চায়েত আবার গুরুত্বপূর্ণ কামরূপ জেলায়। ‘এই তো সবে শুরু’, এক্স হ্যান্ডেল পোস্টে অসমে তৃণমূল কর্মীদের প্রশংসা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিনন্দন জানালেন জয়ী প্রার্থীদের।

২ ও ৭ মে। অসমে পঞ্চায়েত ভোট হয়েছিল দু’দফায়। ভোটদানের হার ছিল ৭৪.৭১%। এই ভোটে  তৃণমূলের হয়ে জেলা পরিষদ প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন ২৮ জন। আর আঞ্চলিক পঞ্চায়েতে প্রার্থী ছিলেন ৪৪ জন। আজ. সোমবার প্রকাশের পর দেখা গেল, ৫ আঞ্চলিক পঞ্চায়েত গিয়েছে তৃণমূলের দখলে।

তৃণমূলের জয়ী প্রার্থীরা

কামরূপ জেলার আচলপাড়া আঞ্চলিক পঞ্চায়েত- . মহম্মদ সফিকুল ইসলাম 
দরং জেলার বান্দিয়া আঞ্চলিক পঞ্চায়েত -আক্কাস আলি 
কামরূপ জেলার দামপুর আঞ্চলিক পঞ্চায়েত-বদর আলি সইকিয়া
কাছাড় জেলার গোবিন্দপুর-আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েত-ফরিদা বড়ভুঁইঞা
শ্রীভূমি জেলার বিনোদিনী আঞ্চলিক পঞ্চায়েত-ফয়েজ আহমেদ

 

অসমে পঞ্চায়েত ভোটার ছিলেন  ১,৮০,৩৬,৬৮২ জন। পুরুষ ভোটার  ৯০,৭১,২৬৪ জনস, আর মহিলা ভোটার  ৮৯,৬৫,০১০ জন। অন্যন্য  ৪০৮ জন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *