মঙ্গলেই দিগন্তে ঘন কালো বর্ষার মেঘচ্ছায়া? ১৩-তেই আন্দামানে বর্ষা, ৯ দিন আগেই মৌসুমি বায়ু ঢুকছে…। Monsoon entering into Andaman and Nicobar Islands this time Early Monsoon Rainy Season Bengal Weather Update Bengal Weather Forecast kolkata Weather


অয়ন ঘোষাল: এসে গেল সোমবারের বিকেলের আবহাওয়ার (Afternoon Weather News) খবর। আর তাতেই জানা গেল, বর্ষা প্রবেশের সময় এগিয়ে আসবে বলে যেটা শোনা গিয়েছিল, সেটা সত্য। বর্ষা এবার অনেক আগে (Early Monsoon) ঢুকছে। আগামীকাল, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকবে বর্ষা (Rainy Season)। 

আরও পড়ুন: Earthquake in Pakistan: রুষ্ট প্রকৃতিই নষ্ট করছে পাপী পাকিস্তানকে! ৪ দিনের মধ্যে তৃতীয় ভূমিকম্প! পাকভূমি কি শেষই হয়ে গেল?

আরও পড়ুন: Buddha Purnima 2025: এই বুদ্ধপূর্ণিমায় বিরল নক্ষত্রযোগে বিপুল প্রাপ্তি কয়েকটি রাশির জাতকদের! ঘরে টাকা আর ধরবে না…

আগামীকালই আন্দামান-নিকোবরে বর্ষা

আগামীকাল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকবে। ভারতের মৌসম ভবনের অনুমান অনুযায়ী, স্বাভাবিক ভাবে নিকোবর দ্বীপপুঞ্জে ১৮ মে থেকে ২১ মের মধ্যে এবং আন্দামান দ্বীপপুঞ্জে ২২ মে বর্ষা প্রবেশ করে। তবে এবার, স্বাভাবিক দিনের থেকে ন’দিন আগে আন্দামান দ্বীপপুঞ্জে বর্ষা ঢোকার সম্ভাবনা। অন্য দিকে, ভারতের মূল ভূখণ্ড কেরালাতেও এবার আগাম ঢুকতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। 

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত গরম এবং অস্বস্তি বজায় থাকবে। কলকাতায় আগামী তিন দিন শুষ্ক গরম ও অস্বস্তি থাকবে। আজ বিকেল বা সন্ধের দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে পরবর্তী তিন চার দিনে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উইকেন্ডে কিছুটা তাপমাত্রা কমতে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস– এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা। তবে গত বছর মে মাসে ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছিল কলকাতা তাপমাত্রা।

দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তি। আগামী ৬ দিনের তাপমাত্রা বড়সড় পরিবর্তন নেই। তাপপ্রবাহের পরিস্থিতি বৃহস্পতিবার পর্যন্ত থাকবে। বৃহস্পতিবার থেকে বাড়তে পারে ঝড়বৃষ্টির পরিমাণ। উইকেন্ডে কমতে পারে তাপমাত্রা।

তাপপ্রবাহ থাকবে ছয় জেলায়– পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। বৃহস্পতিবার পর্যন্ত এই জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে তাপপ্রবাহের সম্ভাবনা।

তাপপ্রবাহের পরিস্থিতিতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে আট জেলায়। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা পূর্ব  মেদিনীপুর পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস।বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস।

উত্তরবঙ্গেও নবীন মেঘের ছায়া?

উত্তরবঙ্গের নীচের দিকে জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া। তাপপ্রবাহের পরিস্থিতি দুই জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি উপরের পাঁচ জেলায়। তাপপ্রবাহের পরিস্থিতি মালদাতেই বেশি। বুধবার পর্যন্ত মালদা জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে মঙ্গলবার। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বেশিরভাগ অংশে গরম ও অস্বস্তি থাকবে।

উত্তরবঙ্গে সোমবার ঝড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। উপরের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। হতে পারে শিলাবৃষ্টি এবং বজ্রপাত। ঝড়বৃষ্টির সম্ভাবনা কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে তীব্র ঝড়ের আশঙ্কা। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। কোচবিহার জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি জেলাতেও ঝড়বৃষ্টির আশঙ্কা।  ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *