অবশেষে দেশে ঢুকেই পড়ল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু! নির্ধারিত সময়ের ৫ দিন আগেই…। Monsoon wind entered into Andaman and Nicobar Islands this time Early Monsoon Rainy Season Bengal Weather Update Bengal Weather Forecast kolkata Weather kalbaisakhi alert


অয়ন ঘোষাল: নিকোবর দ্বীপপুঞ্জে (Andaman and Nicobar Islands) ঢুকে পড়ল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। নির্ধারিত দিনের পাঁচদিন আগেই মৌসুমি বায়ু (Early Monsoon) নিকোবর দ্বীপপুঞ্জে। আজ, ১৩ মে নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামানসাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়ল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু।  পরিস্থিতি অনুকূল থাকলে আগামী তিনচার দিনের মধ্যে মৌসুমি বায়ু মধ্য বঙ্গোপসাগর, আন্দামান দ্বীপপুঞ্জে ঢুকে পড়বে।

আরও পড়ুন: Dilip Rinku Son Death: অতর্কিতে পুত্রশোক পেয়ে কী বললেন আহত মুহ্যমান দিলীপ ঘোষ? দাপুটে নেতা ব্যথিত সুরে উচ্চারণ করলেন, ‘দুর্ভাগ্য…’

আরও পড়ুন: Cyclone Shakti: কবে কখন বাংলায় আছড়ে পড়ছে শক্তিশালী ‘শক্তি’? কলকাতায় কী হবে? এসে গেল লেটেস্ট আপডেট, জেনে নিন নির্দিষ্ট তারিখ…

ভারতের মূল ভূখণ্ডেও আগাম

গতকাল, সোমবার বিকেলের আবহাওয়ার আপডেটে বলা হয়েছিল, আগামীকালই (মানে, আজ, ১৩ মে, মঙ্গলবার) আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকছে। মৌসম ভবন জানিয়েছিল, স্বাভাবিক ভাবে নিকোবর দ্বীপপুঞ্জে ১৮ মে থেকে ২১ মে এবং আন্দামান দ্বীপপুঞ্জে ২২ মে বর্ষা প্রবেশ করে। দেখা যাচ্ছে, এবার সেটা এগিয়ে এসেছে। স্বাভাবিকের থেকে অন্তত ন’দিন আগে আন্দামান দ্বীপপুঞ্জে বর্ষা ঢোকার সম্ভাবনা। জানা গিয়েছিল, ভারতের মূল ভূখণ্ড কেরালাতেও আগাম ঢুকতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। 

দক্ষিণবঙ্গে

১৫ মে বৃহস্পতিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহ বইবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব উপস্থিত বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়াতে। বৃহস্পতিবার এবং শুক্রবার কালবৈশাখীর সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া। বজ্রপাত শিলাবৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।

উত্তরবঙ্গে

উত্তরবঙ্গে আজ মালদা ও সংলগ্ন এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকলেও তাপপ্রবাহের আর সম্ভাবনা নেই। আজ অতিভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ  হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ও।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *