‘আনফিট’ বিরাটকে থাকার অনুরোধই করেনি BCCI! বিস্ফোরক তথ্যে ছিন্নভিন্ন সব ধারণা…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ৭ মে রোহিত শর্মা (Rohit Sharma Test Retirement) টেস্টকে আলবিদা বলেছিলেন। আর তার ঠিক পাঁচদিন পর বিরাট কোহলিও সেই একই পথের পথিক। (Virat Kohli Test Retirement)। বিরাটের অবসরের আগে জানা গিয়েছিল যে, তিনি যখন বিসিসিআইকে (BCCI) তাঁর অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে ছিলেন, তখন নাকি বিরাটকে বোর্ড অনুরোধ করেছিল ইংল্যান্ড সিরিজ খেলে টেস্ট যাত্রা শেষ করতে। সম্ভব হলে রোহিতের অনুপস্থিতিতে দলের দায়িত্ব নিতে। তবে বিরাট নিজের অবস্থানে অনড় থেকেই টেস্টকে গুডবাই বলেছেন। তবে এবার এল বিস্ফোরক তথ্য। যা ছিন্নভিন্ন করে দিল সব ধারণা…

আরও পড়ুন: অপারেশন সিঁদুরেও কিং কোহলি! চলছিল DGMO-র হাইভোল্টেজ বৈঠক, সেনা কর্তা বললেন…

এখন জানা যাচ্ছে যে, বিরাটকে থেকে যাওয়ার কোনও অনুরোধই করেনি বোর্ড। এমনকী তাঁকে নাকি জানানো হয়েছে, তিনিও রোহিতের মতো দলে ‘আনফিট’! দৈনিক জাগরণ-এর রিপোর্টে লেখা হয়েছে, ‘বিসিসিআই কাউকে অনুরোধ করে না। একজন খেলোয়াড়ের সিদ্ধান্ত তাঁর ব্যক্তিগত। আমরা এতে হস্তক্ষেপ করি না।’ প্রতিবেদন অনুসারে, কোহলিকে বলা হয়েছিল যে, তিনি আর টেস্ট দলে ফিট নন। গত ৭ মে মুম্বইয়ে এক বৈঠকে প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকেও ঠিক একই বার্তা দেওয়া হয়েছিল।

সংবাদসংস্থা পিটিআই-এর রিপোর্ট বলছে, ‘এটা ঠিক যে নির্বাচকরা ইংল্যান্ড সিরিজের জন্য কোহলিকে ভারতের অধিনায়ক হিসেবে রাখার কথা ভেবেছিলেন। যার ফলে শুভমন গিলকে নেতৃত্বের ভূমিকায় পরিণত হওয়ার জন্য কিছুটা সময় দেওয়া হত। কিন্তু সাড়ে ২৫ বছর বয়সেও গিল এখনও তাঁর শীর্ষে পৌঁছতে পারেননি। জসপ্রীত বুমরার ফিটনেস সমস্যার কারণে, অজিত আগারকরের কমিটির গিলকেই স্পষ্ট পছন্দ বলে মনে হচ্ছে।’

ইনস্টায় রোহিত

‘সবাইকে হ্যালো! আমি শুধু এটাই শেয়ার করতে চাই যে, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। দেশের হয়ে প্রতিনিধিত্ব করা আমার কাছে ছিল এক বিরাট সম্মানের। বছরের পর বছর ধরে সকলের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। আমি ওডিআই ফর্ম্যাটে ভারতের প্রতিনিধিত্ব করে যাব’।

ইনস্টায় কোহলি

‘টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাগি ব্লু পরার ১৪ বছর হয়ে গিয়েছে। সত্যি বলতে, আমি কখনও কল্পনাও করিনি যে, এই ফর্ম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। টেস্ট আমার পরীক্ষা নিয়েছে, আমাকে গড়েছে। আমাকে এমন শিক্ষা দিয়েছে যা আমি সারা জীবন সঙ্গে নিয়ে চলব। সাদা পোশাকে খেলার সঙ্গে গভীর ভাবে ব্যক্তিগত কিছু বিষয় আছে। শান্ত খেলা, দীর্ঘ দিন, ছোট ছোট মুহূর্ত, যা কেউ দেখে না। কিন্তু চিরকাল সঙ্গে থেকে যায়। এই ফর্ম্যাট থেকে সরে আসা সহজ নয়। তবে সঠিক বলে মনে হয়েছে। টেস্টকে আমার যা কিছু ছিল তা দিয়েছি এবং টেস্ট আমাকে, আমার প্রত্যাশার চেয়েও অনেক বেশি কিছু ফিরিয়ে দিয়েছে। আমি কৃতজ্ঞ। হৃদয় ভরে গিয়েছে। এই অনুভূতি নিয়েই চলে যাচ্ছি। খেলার সময়ে যাদের সঙ্গে মাঠ ভাগ করে নিয়েছি, সেই প্রতিটি ব্যক্তির জন্য যাঁরা আমার পথপ্রদর্শকের মতো কাজ করেছেন। আমি সবসময় আমার টেস্ট কেরিয়ারের দিকে হাসিমুখেই ফিরে তাকাব। #২৬৯ সাইনিং অফ।’

রোহিতের টেস্ট কেরিয়ার

রোহিত তাঁর টেস্ট কেরিয়ারে ইতি টানলেন ১১৬ ইনিংসের পর। ৪০.৫৭ গড়ে ৪৩০১ রান করেছেন তিনি। ১২টি সেঞ্চুরি এবং ১৮টি অর্ধ-শতক রয়েছে মুম্বইকরের!

কোহলির টেস্ট কেরিয়ার

১২৩ টেস্ট খেলে থামলেন বিরাট। ৯২৩০ রান রয়েছে তাঁর ঝুলিতে। ৩০ টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরি করেছেন। সর্বাধিক ২৫৪ রানের অপরাজিত ইনিংস রয়েছে বিরাটের। কোহলির গড় ৪৬.৮৫। 

আরও পড়ুন: জল্পনাই সত্যি হল, আইপিএলের মাঝেই চরম সিদ্ধান্ত রোহিতের, বুক ভেঙে গেল ভক্তদের…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *