বিদ্বেষের চরমে ইউনূসের বাংলাদেশ, তাও পদ্মাপাড়ের ক্রিকেটার আইপিএলে! তুমুল শোরগোল


জি ২৪ ডিজিটাল ব্যুরো: ভারত-পাকিস্তানের (India-Pakistan Tension) সংঘর্ষবিরতির পর ফের শুরু হচ্ছে আইপিএল (IPL 2025)। দুই দেশের উত্তেজনার কারণে সাময়িক বন্ধ ছিল আইপিএল। ১৭ মে, শনিবার থেকে ফের শুরু ক্রোড়পতি লিগ। এই মুহূর্তে ১১ ম্যাচের পর ১৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় পাঁচে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। পার্থ জিন্দালের টিম লিগের শেষ লগ্নে দলে নিল বাংলাদেশি (Bangladesh) অভিজ্ঞ বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman)। অজি ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগুর্কের (Jake Fraser-McGurk) বদলে এলেন পদ্মাপাড়ের ‘ফিজ’! ম্যাকগুর্ক ব্যক্তিগত কারণে দেখিয়ে বাকি মরসুম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। 

দিল্লিতে এই প্রথম নয় ফিজ!

২০২২ ও ২০২৩ মরসুমে দিল্লির জার্সিতে খেলেছেন অভিজ্ঞ বাংলাদেশি জোরে বোলার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক স্পোর্টস ওয়েবসাইটকে জানিয়েছে যে, মুস্তাফিজুরের জন্য এখনও কোনও অনাপত্তিপত্রর (নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি) অনুরোধ আসেনি। মুস্তাফিজুর বাংলাদেশ জাতীয় দলের অংশ। বাংলাদেশ সংযুক্ত আরব আমিরশাহিতে উড়ে যাবে। যেখানে তারা ১৭ এবং ১৯ মে ইউএইউ-র সঙ্গে দু’টি টি-টোয়েন্টিআই খেলবে। সিবির সিইও নিজামউদ্দিন চৌধুরি বলেছেন, ‘মুস্তাফিজুরের দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়ার বিষয় আমি কিছু বলতে পারব না। তিনি জাতীয় দলের সঙ্গে রয়েছেন। সংযুক্ত আরব আমিরাশাহিতে উড়ে যাবেন। ওঁর দিল্লিতে যোগ দেওয়ার বিষয়ে কোনও কথা হয়নি।’

আরও পড়ুন: ‘মাঠের বাইরে অনেক ভালো মানুষ’, ভারত-বিদ্বেষের চরমে বাংলাদেশ, তবুও কোহলিই কিং!

অভিজ্ঞতাও প্রচুর

আইপিএল খেলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে সাতক্ষীরার ২৯ বছরের ক্রিকেটারের। ২০১৬ সালে তিনি প্রথমবার আইপিএল খেলতে নেমেই সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শিরোপা জিতেছিলেন। সেই সঙ্গে ১৬ উইকেট নিয়েছিলেন। পাশাপাশি উদীয়মান খেলোয়াড়ের পুরষ্কার অর্জনকারী প্রথম এবং একমাত্র বিদেশী খেলোয়াড় হয়েছিলেন তিনি। ৫৭টি আইপিএল ম্যাচে ৬১টি উইকেট নিয়েছেন মুস্তাফিজুর। বিগত বছরগুলিতে এমআই, ডিসি, আরআর এবং সিএসকে-র প্রতিনিধিত্ব করেছেন কাটার বিশেষজ্ঞ বোলার। ৬ কোটি টাকায় দিল্লিতে এলেন। দিল্লির তৃতীয় বাঁ-হাতি পেসার হলেন মুস্তাফিজুর। মিচেল স্টার্ক এবং টি নটরাজনও আছেন দিল্লিতে। 

দিল্লির অবস্থা

চতুর্থ স্থানে থাকা এমআইয়ের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে ডিসি। তাদের গ্রুপ পর্যায়ে আরও তিনটি ম্যাচ বাকি। জিটি, এমআই এবং পিবিকেএস-এর সঙ্গে খেলা, যার শীর্ষ চার দলের দৌড়ে রয়েছে। ডিসিও এবার আইপিএল জয়ের দাবিদার। আইপিএলের প্রথম কোয়ালিফায়ার হবে ২৯ মে, বৃহস্পতিবার। এলিমিনেটর ৩০ মে, শুক্রবার। দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন, রবিবার।  ফাইনাল ৩ জুন, মঙ্গলবার। তবে প্লে অফের খেলা কোথায় হবে, তা অবশ্য জানানো হয়নি।

আরও পড়ুন: ২৫ বছরের স্টারকে নেতৃত্ব নয়, বিশ্বজয়ীর বিরাট সুপারিশ, গুরুদায়িত্ব দিচ্ছেন গুজরাতিকে!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *