আসন্ন শনি জয়ন্তীর দিনে শনির বিপুল কৃপা চান? তাহলে এই কাজগুলি অবশ্যই করুন…। Shani Jayanti 2025 Simple Ways to Reduce Saturn’s Effects And Bring Peace Bhairav Worship Hanuman Worship Lighting lamps


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনি লেগেই আছে। না, খারাপ অর্থে নয়। এখানে ‘শনি লেগেই রয়েছে’ মানে বলতে চাওয়া হচ্ছে, শনি সংক্রান্ত কিছু না কিছু উপলক্ষ্য অনুষ্ঠান সারা বছর ধরে লেগেই রয়েছে। যেমন, সামনেই শনি জয়ন্তী। আগামী ২৭ মে পালিত হবে এই শনি জয়ন্তী (Shani Jayanti)। এদিন শনি ক্রুদ্ধ হন– এমন কিছু করবেন না যেন। বরং শনিকে তুষ্ট করতে কিছু বিশেষ কাজ করেন।  

এদিন সন্ধেবেলায় বিশেষ স্থানে প্রদীপ জ্বালুন। এটি করলে শনির বিশেষ আশীর্বাদ মেলে। শুধু শনিরই নয়, মেলে পূর্বপুরুষদের আশীর্বাদও। এমনকি, মা লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায়। 

শনি জয়ন্তী কী? 

শনি জয়ন্তীর দিনটিকে মনে করা হয় শনির জন্মদিন। দিনটির গভীর আধ্যাত্মিক তাৎপর্য আছে বলে মনে করা হয়। 

আরও পড়ুন: Digha Jagannath Temple: গুনতে ঘণ্টার পর ঘণ্টা! দীঘা জগন্নাথমন্দিরে প্রণামীর পরিমাণ দেখলে চোখ কপালে উঠবে! মাত্র ১৫ দিনে…

আরও পড়ুন: Baba Vanga on Silent killer: এখনই সতর্ক না হলে সমূহ বিপদ! পরমাণু বোমা নয়, এতেই সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী-সমাজ-সভ্যতা-মানুষ…

এ বছর শনি জয়ন্তী দিনটি আরও বেশি তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে, তার কারণ, এবার দিনটি পড়েছে মঙ্গলবারে। আর শনি-সংক্রান্ত বিষয়গুলি অন্য বারের চেয়ে মঙ্গলবারেই অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে বলে মনে করা হয়। 

কী কী করতে হবে?

যাঁরা শনির প্রভাবেই চলেন, শনির নজরে থাকেন, এদিন তাঁদের কতগুলি কাজ করার কথা বলা হয়। শনির সাড়েসাতি থেকেও এর মাধ্যমে মুক্তি মেলে। কী কী করতে হয়? যেমন, 

ভৈরবের পুজো করুন। 

হনুমানজির পুজো করুন, মঙ্গলবারটি তো হনুমানজিরও। 

দীপদান করুন

মন দিয়ে শনির ব্রত পালন করলে প্রতি শনিবার ও মঙ্গলবার শনির বিশেষ কৃপা মেলে। আর দিনটি যদি শনি জয়ন্তী হয়, তবে তো আর দেখতেই হবে না। সেদিন ভক্তের মাথায় শনির বিপুল কৃপা ঝরে পড়ে।

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *