Titagarh Incident: টিটাগড়ে ভয়ংকর বিস্ফোরণ! আবাসনের ফাঁকা ফ্ল্যাটের উড়ল দেওয়াল…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাঁচ তলা ছাদের উপর বেশ কয়েকটি ঘর রয়েছে তারই একটি ঘরে হঠাৎই বিস্ফোরণ ঘটে, যে ঘরে বিস্ফোরণ (Blast) ঘটে, সেই ঘরটি ফাঁকা থাকত। টিটাগড় (Titagarh) পুরসভার চার নম্বর ওয়ার্ডে এক বহুতল আবাসনের চিলেকোঠায় বিকট বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। 

আরও পড়ুন, Bengal Weather Update: আরব সাগরে ঘনঘোর ঘূর্ণাবর্ত! নববর্ষার ঘাড় মটকে ঝড়ের পিশাচই কি শুধু দৌরাত্ম্য করে বেড়াবে বাংলা জুড়ে?

পাশের টালির বাড়ির ছাদও উড়ে গিয়েছে বলে খবর। তবে এখনও পর্যন্ত প্রাণহানির খবর নেই। দিনের শুরুতেই এমন ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিস ও বম্ব স্কোয়াড।সোমবার সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ টিটাগড় পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাঁশবাগান এলাকার বাসিন্দারা বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শুনতে পান। 

খবর পেয়েই ঘটনাস্থলে যান টিটাগড় পুরসভার পুরপ্রধান ও উপপুরপ্রধান। যে বহুতলে এই ঘটনা ঘটেছে, সেই বহুতলে দু’জন জনপ্রতিনিধির বাসস্থান বলে জানান পুরপ্রধান। এই আবাসনে বহু পরিবারের বাসস্থান। তবে যে ঘরটিতে হয়েছে, সেখানে কেউ থাকতেন না।

প্রোমোটারের অনিল কুমার গুপ্তা অভিযোগ যে ঘরে বিস্ফোরণ হয়েছে সেই ঘরটি চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ রিয়াজ উদ্দিন ওরফে আরমান মন্ডল ভোটের সময় এই ঘরটি নিয়েছিলেন ভোটের কাজ করার জন্য তারপর থেকে তিনি আর ঘরের চাবি ফেরত দেননি।

আরও পড়ুন, Malda: বোঝো কাণ্ড! বিজেপির নেতার সঙ্গে তৃণমূল নেতার স্ত্রী….

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *