পুলিসও ডাকাত! এন্টালির ২.৬৬ কোটি গায়েবে এবার গ্রেফতার নজরুল…


অয়ন ঘোষাল: রক্ষকই ভক্ষকই! এন্টালিতে অস্ত্র দেখিয়ে কোটি টাকা লুঠের ঘটনায় এবার গ্রেফতার কলকাতা পুলিসেরই এক কনস্টেবল। পুলিস সূত্রে খবর, ঘটনায় মাস্টারমাইন্ড ছিলেন তিনি। ধৃতকে ১৪ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত।

খাস কলকাতায় রাস্তায় দিনেদুপুরে ২ কোটি ৬৬ লক্ষ টাকা লুঠ!  ঘটনার তদন্তে নেমে ৬ জনকে আগেই গ্রেফতার করেছিল পুলিস। পুলিস সূত্রে খবর, ধৃতদের জেরা করেই কলকাতা পুলিসের কনস্টেবল মিন্টু সরকারের নাম ওঠে আসে। গতকাল মঙ্গলবার গ্রেফতার করা হয় তাঁকে। কলকাতা পুলিসের স্পেশাল টাক্স ফোর্সে কর্মরত মিন্টু। বাড়ি, দক্ষিণ দিনাজপুরে।

গত ৫ মে এন্টালিতে একটি বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার দফতর থেকে টাকা নিয়ে ট্যাক্সিতে উঠেছিলেন ওই সংস্থার দুই কর্মী। সেই ট্যাক্সি থেকে ২ কোটি ৬৬ লক্ষ টাকা লুট হয়ে যায় ফিল্মি কায়দায়। ওই ঘটনায়  এর আগে সাত জনকে গ্রেফতার করেছিল পুলিশ। 

এরা হল সঞ্জীব দাস ওরফে পচা, মহম্মদ সরফরাজ, সোনু, ঋজু হাজরা, শাহরুখ শেখ, আলমগির খান এবং আমিরউদ্দিন ওরফে গুজ্জর। ঘটনা নাটকীয় মোড় নেয় এক পুলিশ কর্মীর জড়িত থাকার বিষয়টি সামনে আসায়। লুটের ঘটনায় মিন্টু সরকার নামে কলকাতা পুলিশের এসটিএফ এর এক কনস্টেবলকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিন্টু কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের কনস্টেবল ছিলেন। গত ৫ মে বেলা পৌনে ১২টা নাগাদ এসএন ব্যানার্জি রোডের ওই সংস্থার অফিস থেকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে ট্যাক্সিতে উঠেছিলেন দুই কর্মচারী। ব্যাগে ছিল দু’কোটি ৬৬ লক্ষ টাকা।

আরও পড়ুন: Nadia Accident: ভয়ংকর দুর্ঘটনা! মুহূর্তে শেষ একই পরিবারের ছ’জন, দুমড়ে মুচড়ে মারুতি ভ্যানে শব-সারি

সেই টাকা ব্যাঙ্কে জমা দিতেই যাচ্ছিলেন তাঁরা। অভিযোগ, ট্যাক্সি এন্টালী ফিলিপ্‌স মোড়ের কাছে পৌঁছোতেই দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি লিফট চাওয়ার নামে ট্যাক্সিতে ওঠেন। তাঁরা ট্যাক্সি চালককে ভয় দেখিয়ে কামারডাঙা এলাকায় একটি নির্জন গলিতে ট্যাক্সি নিয়ে যান এবং টাকা লুট করে পালান। এন্টালি থানায় লুটের ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সংস্থার ওই দুই কর্মী থানায় পুরো ঘটনা জানান। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে একে একে সব মিলিয়ে ৯ জনকে গ্রেফতার করা হল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *