সেলিম রেজা, ঢাকা: অপহরণ ও ধর্ষণ মামলায় গায়ক মাঈনুল আহসান নোবেলকে (Mainul Ahsan Noble) গ্রেফতার করেছে ঢাকার (Dhaka Police) ডেমরা থানা পুলিস। জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিসের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
আরও পড়ুন- Nusrat Faria: খুনের মামলায় গ্রেফতার জনপ্রিয় অভিনেত্রী ‘শেখ হাসিনা’ নুসরাত ফারিয়া!
জানা গিয়েছে, নির্যাতিতা ঢাকার ইডেন কলেজের শিক্ষার্থী। বর্তমানে তাকে ঢাকা মেডিকেলের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। ওসি মাহমুদুল হাসান জানান, গতকাল জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে ডেমরার সারুলিয়ার আমতলায় নোবেলের বাড়ি থেকে এক নারীকে উদ্ধার করা হয়। পরে ওই নারী রাতেই থানায় মামলা করেন। এরপর সোমবার রাত ২ টোয় অভিযান চালিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে গ্রেফতার করা হয় নোবেলকে।
প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালে নোবেলকে গ্রেফতার করেছিল ঢাকার গোয়েন্দা পুলিস। প্রতারণার অভিযোগে এক মামলায় সেই সময় গ্রেফতার হয়েছিলেন তিনি। জি বাংলার গানের শো সা রে গা মা পা’য় অংশ নিয়ে সবার নজরে আসেন নোবেল। তার গান দর্শকের মনে স্থান করে নেয়। পরে তার বেশ কিছু গান জনপ্রিয়তা পায়। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই তাকে ঘিরে আলোচনা-সমালোচনা ছিল। একটা সময় বাংলাদেশের বিভিন্ন স্থানে শো করতে গেলেও সেখানেও তাকে নিয়ে সমালোচনা হয়।
২০২৩ সালে বাংলাদেশের কুড়িগ্রামে একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করেন তিনি। কুড়িগ্রাম ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নোবেলের আচরণে বিরক্ত হয়ে দর্শকরা জুতো ও জলের বোতল ছুঁড়ে মারে শিল্পীর দিকে। সেই ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। পাশাপাশি নিয়মিত মাদক গ্রহনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে মাদক সেবনের ও অত্যাচারের একাধিক অভিযোগ তুলেছিলেন তার প্রাক্তন স্ত্রী। রবীন্দ্রনাথকে নিয়ে কুমন্তব্য করতেও পিছপা হয়নি নোবেল। ভারতের প্রধানমন্ত্রীকে নিয়েও কুমন্তব্য় করেছিলেন নোবেল। মাদক সেবনের কারণে একাধিকবার রিহ্যাবে পাঠানো হয়েছে এই গায়ককে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)