জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএলে (IPL 2025) নিজের ছায়া হয়ে বিচরণ করছেন ভারতীয় ক্রিকেটের স্টার ঋষভ পন্থ (Rishabh Pant)! তাঁকে নিয়ে যত কম বলা বা লেখা যায় ততই ভালো। দিল্লি ক্যাপিটালস (DC) ছেড়ে লখনউ সুপার জায়ান্টসে (Lucknow Super Giants, LSG) এসে রীতিমতো হাবুডুবু খাচ্ছেন ঋষভ! ব্যাটিং থেকে অধিনায়কত্ব, প্রতিটি বিভাগেই তিনি হামাগুড়ি দিচ্ছেন মাঠে।
সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) ঘটা করে তাঁকে দলে এনেছেন ২৭ কোটি টাকা দিয়ে! কিন্তু তথৈবচ পারফরম্যান্স। এবার ঋষভকে ধুয়ে দিলেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Kris Srikkanth)। দেশের বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার ও জাতীয় দলের প্রাক্তন প্রধান নির্বাচক আর রেয়াত করলেন না ঋষভকে। ঋষভ চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১২ ম্যাচে মাত্র ১৩৫ রান করেছেন,গড় ১৩-রও নীচে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ম্যাচে মাত্র ৭ রান করে আউট হয়েছিলেন।
আরও পড়ুন: দীঘায় জগন্নাথ মন্দিরের পর মন্দারমণিতে জাদুঘর; অপেক্ষায় ধোনি-সানি থেকে পেলে-দিবু…
শ্রীকান্ত তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘দুর্ভাগ্যবশত, কিছুই ঋষভ পন্থের রাস্তায় চলছে না। এমনকী অধিনায়কত্ব হোক, বা বোলিং পরিবর্তন থেকে ফিল্ডিং প্লেসমেন্ট! কোনও না কোনও ফর্মেই ও ঘাঁটছে। ঋষভ ব্যাট হাতে স্বাধীনভাবে খেলতে পারে এবং সাহসী হতে পারে। কিন্তু সেই স্পষ্টতাই নেই। মনে হচ্ছে পুরোপুরি মন দিয়ে খেলছেই না।’
শ্রীকান্ত নিজের ক্রিকেটীয় দিনগুলোয় ফিরে গিয়েছেন কথা বলতে বলতে। শ্রীকান্তের সংযোজন, ‘ঋষভ প্রতিবারই আউট হওয়ার নতুন রাস্তা খুঁজে নিছে। যেমন আমি, আমার খেলার সময়ে আউট হওয়ার নতুন উপায় আবিষ্কার করতাম। পন্থ আমার চেয়েও খারাপ করছে দেখছি। ৩০ বছর আগে, আমিও এমন ছিলাম, আজ ও দেখছি আউট হওয়ার নতুন উপায় খুঁজে নিচ্ছে – রিভার্স-সুইপ, রিভার্স-প্যাডেল, সবকিছুই করছে। আমি শুধু বলব, ওকে একা থাকতে দেওয়া হোক। অনেকেই বলবে অনেক হয়েছে। ও আপাতত খেলা ছেড়ে কিছু সময় নিজের মতো করে কাটাক। এই মরসুম শেষ। এলএসজি পরের মরসুমের জন্য যা-ই পরিকল্পনা করুক না কেন, তাদের মূল দল পরিবর্তন করতে হবে এবং বোলারদের আনতে হবে। এই দলে কোনও বোলার নেই।’
দেখা যাক ঋষভ নিজের ছন্দ খুঁজে পান কিনা! আইপিএল শেষ হলে ভারতীয় ক্রিকেটারদের সাময়িক বিরতি। ভারত জুনে ইংল্যান্ড যাবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। এখন দেখার ঋষভ সেই দলে জায়গা করে নিতে পারেন কিনা!
আরও পড়ুন: শেষে দেশ ছাড়ছেন বিরাট! তাও আবার ৭৫০০ কিমি দূরে পাড়ি, আবেগের বশেই তাহলে সন্ন্যাস?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)