জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে বিবাদে জড়িয়ে পড়েন তামিল অভিনেতা রবি মোহন (Ravi Mohan) ও তাঁর স্ত্রী আরতি রবি (Aarti Ravi)। গত ছয় মাসে তাঁরা একে অপরের প্রতি নানা বক্তব্যের জেরে শিরোনামে উঠে এসেছেন, যা জনসাধারণের আলোচনার খোরাক হয়ে উঠেছে। গত বছরের সেপ্টেম্বর মাসে রবি ডিভোর্সের আবেদন করেন চেন্নাইয়ের পারিবারিক আদালতে। ঠিক যেদিন থেকে তাঁদের বিবাহবিচ্ছেদের মামলা শুরু হয়েছে, সেদিন থেকেই অভিযোগ-পাল্টা অভিযোগের পালা চলছে।
এই সপ্তাহের শুরুতে উভয়েই চেন্নাইয়ের পারিবারিক আদালতে হাজির হন। বিচারক তেনমোঝি রবির ডিভোর্স আবেদনের শুনানি করেন, যেখানে রবি স্পষ্টভাবে জানান যে, তাঁদের মধ্যে সমঝোতার আর কোনো সুযোগ নেই এবং তিনি বিচ্ছেদ চান। অন্যদিকে, আরতি রবি পাল্টা আবেদনে জানান যে, তিনি মাসে ৪০ লাখ খোরপোশ, কারণ বিচ্ছেদের পর তাঁর আর্থিক সহায়তার প্রয়োজন। বিচারক মামলাটির পরবর্তী শুনানির তারিখ ১২ জুন ধার্য করেছেন।
রবি ও আরতির ১৫ বছরের বিবাহিত সম্পর্ক ভাঙনের মুখে পড়ে ২০২৪ সালে, যখন রবি মতভেদের কারণ দেখিয়ে বাড়ি ছেড়ে চলে যান এবং ডিভোর্স ফাইল করেন। সেই সময় থেকেই রবির সংগীতশিল্পী কেনিশা ফ্রান্সিসের সঙ্গে প্রেম নিয়ে নানা জল্পনা চলে। গত সপ্তাহে চেন্নাইয়ে প্রযোজক ও উদ্যোক্তা ডঃ ইশারী কে. গণেশের কন্যার বিয়েতে রবি যখন প্রকাশ্যে কেনিশার সঙ্গে হাজির হন, তখন নতুন করে বিতর্ক শুরু হয়।
২০ মে আরতি রবি তাঁর ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করেন, যেখানে তিনি অভিযোগ করেন যে, তাঁদের দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তি প্রবেশ করার কারণেই রবি ডিভোর্স চাইছেন। যদিও তিনি কেনিশার নাম উল্লেখ করেননি, তবে লেখেন, অর্থ, ক্ষমতা বা কর্তৃত্ব তাঁদের সম্পর্ক নষ্ট করেনি। তিনি রবির কেনিশার সম্পর্কে “তোমার জীবনের আলো” মন্তব্যটির প্রসঙ্গ টেনে লেখেন, “এই সবকিছু আমাদের বিয়ে ভাঙার কারণ নয়। আমাদের বিয়েতে তৃতীয় একজন আছে। আমাদের যা ভেঙে দিয়েছে, সেটা আমাদের ভিতরের কিছু নয় — সেটা বাইরের কেউ। ‘তোমার জীবনের আলো’ আমাদের জীবনে কেবল অন্ধকারই এনেছে। এটাই সত্য।”
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)