জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘বলতে বলতে তো আমার জিভটাই ক্ষয়ে গেল’! শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকে রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমারকে রীতিমতো ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘আমি কতবার বলব এক কথা? হাউ মেনি টাইমস? এক কথা বারবার বলতে ভালো লাগে না’!
আরও পড়ুন: Mamata Banerjee: গাড়ি থেকে নেমে সটান চা-বাগানে, শ্রমিকদের সঙ্গে মিলেমিশে গেলেন মমতা! দিলেন চকোলেট…
উত্তরবঙ্গ সফরে শেষদিনে শিলিগুড়ির উত্তরকন্যায় ৮ জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। কবে? আজ, বুধবার। সেই বৈঠকে ছিলেন সাংসদ ও বিধায়করাও। কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার, মুখ্যমন্ত্রীকে বলেন, ‘আমি গ্রামেগঞ্জে ঘুরে দেখছি, একদিকে নতুন রাস্তা তৈরি হচ্ছে। অন্যদিকে ভারী ট্রাক ঢুকে রাস্তা ভেঙে দিচ্ছে’। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি তো কতবার বলেছি যে, গ্রামের রাস্তায় ওভারলোডেড ট্রাক ঢুকবে না! তারপরেও কেন হচ্ছে’?
মুখ্যমন্ত্রীর পাশেই ছিলেন রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার। মমতা বলেন, ‘রাজীব, আমি কতবার বলব এক কথা? হাউ মেনি টাইমস? এক কথা বারবার বলতে ভালো লাগে না! কেউ টাকা খেয়ে গ্রামীণ রাস্তায় ট্রাক ঢোকাবে, সেটা চলবে না। আইসি-রা কী করছে? এটা তো দেখার কথা ডিজি-র’। বিষয়টি দেখে নেওয়ার আশ্বাস দেন ডিজি। কিন্তু তাতে সন্তুষ্ট তো হনইনি, বরং মুখ্যমন্ত্রীকে ফের বলতে শোনা যায়, ‘আর দেখে নিচ্ছ! বলতে বলতে তো আমার জিভটাই ক্ষয়ে গেল! সব জেলায় এই সমস্যা’!
এদিন কোচবিহারের এক পুলিশকর্তাকে নিয়েও প্রশ্ন তোলেন মমতা। চন্দন দাস নামে ওই পুলিশকর্তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে এসপিকে জানান মমতা। পুলিশের মধ্যে গ্রুপবাজি নিয়েও সরব হন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)