রক্তিমা দাস: মেয়ের জন্মদিনে এবার শহরে মসৃর্ণ রাস্তায় উপহার দিতে চান মেয়র ফিরহাদ হাকিম। ৩১ জুলাই পর্যন্ত ডেডলাইন বেঁধে দিলেন KEIP-কে। মেয়রের সাফ কথা, ‘একটা রাস্তা খারাপ দেখলে, ডিজিকে সাসপেন্ড করব’। সূত্রের খবর তেমনই।
উত্তর থেকে দক্ষিণ। শহরের একাধিক এলাকায় বেহাল রাস্তা নিয়ে অভিযোগ ওঠেছে। বস্তুত, বেহার রাস্তার কারণে ঘটেছে দুর্ঘটনাও। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এবছর অনেক আগেই ঢুকছে বর্ষা। এই পরিস্থিতিতে বৃষ্টি শুরু হওয়ার আগেই রাস্তার কাজ শেষ করতে ফেলতে চাইছে পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দিয়েছেন, ‘৩১ জুলাইয়ের মধ্যে যেকোনওভাবেই রাস্তার কাজ শেষ করতে হবে। কেইআইপি এবং কলকাতা পুরসভার রাস্তা বিভাগ যৌথভাবে যৌখভাবে কাজ করবে। এরপর আর কোনও কথা শুনব না’। সঙ্গে হুঁশিয়ারি, ‘১ তারিখ মেয়ের জন্মদিনে বেরোবো। একটা রাস্তা খারাপ দেখলে, ডিজিকে সাসপেন্ড করব’।
মেয়র বলেন, ‘শহরের নর্দমাগুলি থেকে ২০ লক্ষ টন পলি পরিষ্কার করা হয়েছে। স্বাভাবিক বৃষ্টি হলে এক মিনিটও জল দাঁড়াবে না। খিদিরপুরে জল ভ্যানিশ হয়েছে আর খিদিরপুরে জল জমে না। আমার্হাস্ট্র স্ট্রিট, ঠনঠনিয়াতে জল দাঁড়ানো কমেছে’।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
