Kolkata boy organ donation: ১২ বছরেই ব্রেন ডেথ! মরণোত্তর অঙ্গদানে কলকাতার কিশোর ‘জীবন দিল’ মুম্বইয়ের ৮-এর শিশুকে


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলকাতার কিশোর নতুন জীবন দিল মুম্বইয়ের এক শিশুকে। ১২ বছরে ব্রেন ডেথ! তার লিভারেই জীবন ফিরে পেল মুম্বইয়ের ৮ বছরের এক শিশু। সেইসঙ্গে দৃষ্টি পেল আরও ২ জন। মরণোত্তর অঙ্গদানে নতুন সংজ্ঞা লিখল কলকাতার ছেলে উমঙ্গ গালাডা (Umang Galada)। বাংলার সবচেয়ে কমবয়সী হিসেবে মরণোত্তর অঙ্গদান উমঙ্গের। 

কলকাতার আলিপুরের বাসিন্দা গালাডা পরিবার। জানা গিয়েছে, খুব ছোট্টবেলাতেই উমঙ্গের কিডনির অসুখ ধরা পড়ে। কিডনি প্রতিস্থাপন ছিল একমাত্র উপায়। মা জ্যোতি গালাডা নিজের একটি কিডনি ছেলেকে দানও করেন। ২৮ মার্চ একবালপুরের বেসরকারি হাসপাতালে জ্যোতি ও উমঙ্গের অস্ত্রোপচার হয়। কিন্তু তাতেও উমঙ্গের স্বাস্থ্যের কোনও উন্নতি হয়নি। প্রথমে সাড়া দিলেও, পরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে অষ্টম শ্রেণির ছাত্র ১২ বছরের উমঙ্গ গালাডা।

 মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। অক্সিজেন পৌঁছচ্ছিল না মস্তিষ্কে। যদিও হৃৎপিণ্ড সচল ছিল। ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে উমঙ্গ। শেষে ২০ মে চিকিৎসকরা উমঙ্গের ব্রেন ডেথ ঘোষণা করেন। এরপরই তাঁর পরিবার উমঙ্গের মরণোত্তর অঙ্গদানে। উমঙ্গের লিভার দান করা হয়। যা পায় মুম্বইয়ের ৮ বছরের মেয়ে। সেইসঙ্গে তার দুটি চোখও দান করা হয়। ছেলেকে আর কোনওদিন ফিরে পাবেন না, তবে ছেলের চোখ দিয়ে পৃথিবী দেখুক আরও কেউ, জীবন পাক আরও কেউ, এটাই চেয়েছিলেন উমঙ্গের বাবা-মা!

আরও পড়ুন, Mom I did not steal: ‘মা আমি চুরি করিনি’, কিশোরকে মিথ্যে অপবাদ সিভিক ভলান্টিয়ারের! চিঠি লিখে চিরঘুমে ছেলে..

আরও পড়ুন, Underwear leads arrest: অন্তর্বাস-ই ধরিয়ে দিল স্বামীর ‘খুনি’ প্রিন্সিপাল স্ত্রী-কে!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *