Monsoon in Bengal: নিম্নচাপের ফলা! কেরালায় মৌসুমী বায়ু ঢুকতেই, রাজ্যে কবে বর্ষা? জানিয়ে দিল আলিপুর…


Early Monsoon: রেকর্ড গড়ে আজ-ই ভারতের মূল ভৃখণ্ডে প্রবেশ করেছে বর্ষা (Early Monsoon)। নির্ধারিত সময় ১ জুনের ৮ দিন আগেই কেরালায় প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (Monsoon enters Kerala)। ১৬ বছর পর মে মাসেই বর্ষা ঢুকল কেরালায়। ২০০৯ সালে ভারতের মূল ভূখণ্ডে কেরালায় বর্ষা ঢুকেছিল ২৩ মে। ১৬ বছর পর এদিন ২৪ মে দেশের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশ করল। উল্লেখ্য, এবার মৌসম ভবনের পূর্বভাস ছিল যে সময়ের আগেই ঢুকবে বর্ষা।

বঙ্গে বর্ষা!

এখন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী ২ দিনের মধ্যেই বর্ষা ঢুকতে পারে রাজ্যে (Monsoon in Bengal)। কারণ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তাই আগামী ২ দিনের মধ্যেই উত্তরবঙ্গে ঢুকতে পারে বর্ষা। নির্ধারিত ৮ জুনের অনেক আগেই বর্ষা ঢুকবে বাংলায়। একইসঙ্গে সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যেও ঢুকে যাবে বর্ষা।

সাধারণত কলকাতায় বা দক্ষিণবঙ্গে বর্ষা (Monsoon in Kolkata) আসে ১০ জুন। নির্দিষ্ট পূর্বাভাস না দিলেও বর্ষা যে এবার কলকাতা ও দক্ষিণবঙ্গেও আগাম আসছে তাও সুনিশ্চিত করেছে আবহাওয়া দফতর। জুন মাসের প্রথম সপ্তাহেই দক্ষিণবঙ্গে বর্ষা এসে যাবে বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। একইসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার ২৭ মে বঙ্গোপসাগরে নিম্নচাপ (Low Pressure) তৈরির সম্ভাবনা রয়েছে। মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা।

নিম্নচাপের ফলা!

সেই নিম্নচাপ ক্রমশ উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে ও আরও শক্তিশালী হবে। যার প্রভাবে বৃষ্টি বাড়বে রাজ্যে। আগামী সপ্তাহে প্রায় সারা সপ্তাহই বৃষ্টির পূর্বাভাস (Rain Alert)। সোম-মঙ্গল এইরকম আবহাওয়া থাকবে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের প্রায় বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। সেইসঙ্গে উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন, Early Monsoon: ১৬ বছর পর… রেকর্ড করল বর্ষা! মে-তেই ঢুকল কেরালায়, কলকাতায় এবার…

আরও পড়ুন, Kannada language row: ‘কন্নড় না বলতে পারলেই মারধর খাব, এটা আর পোষাচ্ছে না!’ ঝোলা গুটিয়ে বেঙ্গালুরু ছেড়ে পুণে চললেন বাঙালি উদ্যোগী…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *