রামভূমিতে অঞ্জনী পুত্রের চরণে বিরুষ্কা, সংসারের মোহ-মায়া ত্যাগ করে আধ্যাত্মিকতায়…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা (Virat Kohli And Anushka Sharma) যেন বদলেই গিয়েছেন। সকলের প্রিয় এই হেভিওয়েট ও হাই-প্রোফাইল কাপল, আগে সুযোগ পেলেই চলে যেতেন দেশের বাইরে! তাঁদের বিদেশ ভ্রমণের ছবি-রিলস জায়গা করে নিত সংবাদের শিরোনামে। সেখানে বিরুষ্কা এখন বেছে নিয়েছেন আধ্যাত্মিকতার পথ, তাঁদের সাম্প্রতিক কার্যকলাপ বুঝিয়েই দিচ্ছে যে, কোথাও যেন তাঁরা এই সংসারের মোহ-মায়ায় ছেড়ে বেরিয়ে আসতে চাইছেন। এখন সময় কাটাতে বেছে নিচ্ছেন মন্দির, যোগ দিচ্ছেন সত্‍সঙ্গে!

রামভূমিতে বিরুষ্কা

রবিবার নেটপাড়ায় বিরুষ্কার একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে, একেবারে সাদামাটা সাজে বিরাট-অনুষ্কা পৌঁছে গিয়েছিলেন রামভূমি অযোধ্যার হনুমান গড়িতে। সেখানে গিয়ে তাঁরা পুজো দিয়েছেন। সেই ভিডিয়ো সংবাদসংস্থা এএনআই এক্স-হ্যান্ডেলে পোস্ট করেছে। হনুমান গড়ির মহন্ত জ্ঞান দাসের উত্তরসূরী এবং সংকট মোচন সেনার জাতীয় সভাপতি, সঞ্জয় দাসের সঙ্গেও দেখা করেছেন বিরুষ্কা। হনুমান গড়ির প্রবীণ পুরোহিত হেমন্ত দাসই তাঁদের বিরাট-অনুষ্কার  অঞ্জনী পুত্র দর্শন এবং আচার-অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন। সঞ্জয় দাস বলছেন, ‘কোহলি এবং অনুষ্কার আধ্যাত্মিকতা, সংস্কৃতি, ঈশ্বর এবং সনাতন ধর্মের প্রতি গভীর ভালোবাসা রয়েছে। তাঁরা ভগবান রাম লালার দর্শন করেছেন এবং তারপর ভগবান হনুমানের আশীর্বাদ নিয়েছেন। তাঁরা এখানে আধ্যাত্মিকতা এবং পৌরাণিক বিষয়গুলি নিয়েও আলোচনা করেছিলেন।’

আরও পড়ুন: নগ্ন সত্যে মগ্ন প্রীতি, প্রাক্তনের বিরুদ্ধে এবার আদালতে!‌ আইপিএলের মাঝেই ভয়ংকর খেলা

প্রেমানন্দ মহারাজ

কয়েকদিন আগে, বিরাট-অনুষ্কা, শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজের আশীর্বাদ নিতে গিয়েছিলেন। তাঁরা নিয়মিত তাঁদের সন্তান, ভামিকা এবং আকায়ের সঙ্গে প্রেমানন্দজির সৎসঙ্গে যোগ দেন। প্রেমানন্দজি-র সঙ্গে ‘একান্তিক বার্তালাপ’ শীর্ষক এক বিশেষ আধ্যাত্মিক কথোপকথনের জন্য, বিরাট-অনুষ্কা বৃন্দাবনে গিয়েছিলেন। সফরের সময়ে তাঁরা শ্রী প্রেমানন্দজির সঙ্গে দেখা করেছিলেন এবং আশীর্বাদ নেন। তাঁদের আগমনের পর, প্রেমানন্দজি-ও তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে জিজ্ঞাসা করেছিলেন, “প্রসন্ন তো?” বিরাট উত্তর দিয়েছিলেন, “এখন ঠিক আছি,” যার উত্তরে মহারাজজি মৃদুভাবে উত্তর দিয়েছিলেন,’তোমরা ভালো থাকো।’ চলতি বছর বৃন্দাবনে বিরাটরা এই নিয়ে দ্বিতীয়বার এলেন। জানুয়ারির শুরুতেও গিয়েছিলেন তাঁরা বিরাট। 

বিরুষ্কা বিবাহ
 
২০১৭ সালের ডিসেম্বরে ইটালিতে বিরাট-অনুষ্কা বিয়ে করেছিলেন। ২০২১ সালের জানুয়ারিতে তাঁদের মেয়ে ভামিকা আসে। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাঁদের ছেলে আকাইয়ের জন্ম হয়। বর্তমানে, বিরাট আইপিএল নিয়ে ব্যস্ত, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলছেন। গত ১২ মে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন বিরাট। ওদিকে অনুষ্কাকে শেষবার ২০২২ সালের ‘কালা’ ছবিতে এক ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল।

আরও পড়ুন: নাইট পাঠশালায় পণ্ডিত অতীত! হটসিটে বিশ্বজয়ী প্রাক্তন রত্ন ,২৩.৭৫ কোটির স্টারকেও…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *