‘IPS অফিসার’ হৃদয়কে মন দিয়ে ২ মাসেই বিয়ে, পরে স্ত্রী জানলেন, সব মিথ্যে! বলতেই…Bengal man poses as IPS officer before wedding, thrashes wife when she finds out


জি ২৪ ঘণ্টা ডিডিটাল: ভুয়ো আইপিএস! বিয়ের পর যখন স্বামীর কীর্তি ধরা ফেললেন স্ত্রী, তখন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হল ওই তরুণীকে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে।

আরও পড়ুন:  Jalpaiguri Crime: পরনারীর সঙ্গে শরীরী প্রেমে স্বামী! প্রতিবাদ করতেই স্ত্রীর গলায় দড়ি পেঁচিয়ে ঝুলিয়ে..

পুলিস সূত্রে খবর, অভিযুক্তের নাম হৃদয় দেব বিশ্বাস। বাড়ি, মালদহে। আট  মাস আগে সোশ্যাল মিডিয়ার মারফত্‍ এক তরুণীর সঙ্গে পরিচয় ওই যুবকের। ওই তরুণীর বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের  চেনো হরি এলাকায়। মাত্র ২ মাস সম্পর্কে থাকার পরেই রেজিস্ট্রি করে বিয়েও করে ফেলেন তাঁরা।

অভিযোগ, বিয়ের আগে নিজেকে আইপিএস অফিসার বলে পরিচয় দিয়েছিলেন হৃদয়। কিন্তু বিয়ের মাস তিনেক পরেই ওই তরুণী বুঝতে পারেন যে, তাঁর স্বামীর আদপে আইপিএস অফিসার নন! আসল পরিচয় গোপন করে বিয়ে করেছেন। এরপর কাজের ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করতেই হৃদয় তাঁর স্ত্রীকে উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। সঙ্গে হুমকি! বুধবার রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। সেই অভিযোগের ভিত্তিতেই হৃদয়কে গ্রেফতার করে পুলিস।

এদিকে গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ হাসপাতালে ভর্তি ওই। জামাইয়ের কঠোর শাস্তির দাবি করেছেন ওই তরুণীর মা সুমিত্রা দাস।  রায়গঞ্জ থানার পুলিস  আধিকারিক সানা আখতার জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:  West Bengal Weather Update: মায়াবী মৌসুমীর মখমলী চাল, বঙ্গে বর্ষামঙ্গলের মঞ্চ প্রস্তুত, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *