বিধান সরকার: কুম্ভমেলায় গিয়ে নিখোঁজ। চার মাস পর অবশেষে বাড়ি ফিরছেন বিহারের বৃদ্ধ। সৌজন্য হ্যাম রেডিও। বাবাকে ফিরিয়ে নিয়ে যেতে হুগলির শ্রীরামপুরের পথে ছেলেরা।
আরও পড়ুন: Dilip Ghosh: ‘এখন মাছ ধরছি! সবসময় রাজনীতি ভালো লাগে না…’
জানা গিয়েছে, ওই বৃদ্ধের নাম ওয়াকিল মন্ডল। বাড়ি, বিহারের ভাগলপুরে। গত জানুয়ারি মাসে পূণ্য স্নান করতে প্রয়াগরাজে কুম্ভমেলায় গিয়েছিলেন তিনি। সঙ্গে পরিবারের লোক ও আত্মীয়স্বজনরাও। এরপর যেদিন মেলা আগুন লাগে, সেদিন নিখোঁজ হয়েছিল বছর পঁচাশির ওই বৃদ্ধ। সেদিন আগুনে পুড়ে গিয়েছিল সাধুদের একাধিক আখড়া। নিখোঁজ তো বটেই, প্রাণও হারিয়েছিলেন বহু পুর্ণ্যার্থী।
এদিকে অনেক খোঁজাখুঁজির পর একপ্রকার হাল ছেড়েই দিয়েছিলেন ওয়াকিলের পরিবারে লোকেরা। গত ২৫ মার্চ হুগলির শ্রীরামপুরে জি টি রোড সংলগ্ন এলাকা থেকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার হন বৃদ্ধ। হাঁটাচলা বা কথা বলার মতোও অবস্থা ছিল না তাঁর। স্থানীয়দের উদ্যোগেই ওই বৃদ্ধকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করে পুলিস। কিন্তু চিকিত্সায় কিছুটা সেরে উঠলেও নাম-ঠিকানা বলতে পারছিলেন না তিনি। স্মৃতি লোপ পেয়েছিল।
মঙ্গলবার হ্যাম রেডি অপারেটরদের সঙ্গে যোগাযোগ করেন ওয়ালস হাসপাতালের সহকারী সুপার বাসুদেব জোয়ারদার। ফোন করেন হ্যাম রেডিওর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাসকে। বৃদ্ধের বিষয়টি জানান। শুরু হয় রেডিও ক্লাবের কাজ। বৃদ্ধের ছবি ছড়িয়ে পড়ে সারা দেশে থাকা ক্লাব সদস্যদের মধ্যে। কয়েক ঘণ্টার মধ্যেই জানা যায় বৃদ্ধের নাম ঠিকানা। তবে প্রয়াগরাজ থেকে কীভাবে শ্রীরামপুরে চলে এলেন? জানা যাচ্ছে না।
আরও পড়ুন: West Bengal Weather Update: বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি, ভাসবে ২ বঙ্গের এইসব জেলা
দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল