জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আকাশ বিশ্বাস (Bengal Cricketer Akash Biswas)। বঙ্গজ ক্রিকেটের পরিচিত এবং প্রতিভাবান মুখ। কালীঘাট স্পোর্টিংয়ের হয়ে কিছুদিন আগেও বাইশ গজ দাপিয়েছেন চেতলার লেগ স্পিনার। প্রয়োজনে চালাতে পারেন ব্যাটটাও! তবে আজ ভাগ্যের এমনই করুণ পরিহাস যে, ক্রিকেট খেলা তো দূরের কথা, গুরুতর অসুস্থ আকাশ লড়াই করছেন জীবনের সঙ্গে। দুটি কিডনিই অকেজো হয়ে যাওয়ায় মৃত্যুমুখে সে!
দু’টি কিডনিই বিকল হওয়ায় তা এখন প্রতিস্থাপন করতে হবে। কলকাতায় কোনও বেসরকারি হাসপাতালে প্রতি কিডনি প্রতিস্থাপনেরই খরচ মোটামুটি সর্বনিম্ন ৫ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত!বোঝাই যাচ্ছে আকাশের এখন প্রয়োজন বিপুল অর্থের। সংসারে একমাত্র রোজগেরে আকাশ। তাঁর পক্ষে কিছুতেই এই টাকা একার পক্ষে জোগাড় করা সম্ভব নয়।
আরও পড়ুন: ১০ থেকে এখন ৪, প্লেঅফের লড়াইয়ে কে,কার মুখোমুখি? রইল ম্যাচ-তারিখ-ভেন্যু…
আকাশকে জীবনের লড়াই জেতাতে একজোট হয়েছে বাংলা ময়দান। আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় সাহায্য়ের হাত বাড়িয়ে ছিলেন। এবার আকাশ পাশে পেলেন লক্ষ্মীরতন শুক্লাকে। আকাশের চরম সংকটে তাঁর হাত শক্ত করলেন বাংলার কোচ। লক্ষ্মী নিজে আকাশের বাড়িতে গিয়ে তাঁকে দু’লক্ষ টাকা দিয়ে এলেন ব্যক্তিগত উদ্যোগে।
লক্ষ্মীর সঙ্গে ছিলেন অরূপ ভট্টাচার্য, চরণজিৎ সিং ও সুরজিত লাহিড়ি। আকাশের চিকিৎসা ব্যাপারে সচেষ্ট ভূমিকা পালন করছেন প্রাক্তন বাংলা ক্রিকেটার ও বর্তমান বোলিং পরামর্শদাতা অরূপ। আকাশের চিকিৎসার পুরো ব্যবস্থাপনার দায়িত্বে তিনিই। হাসপাতালে ভর্তি করা থেকে শুরু করে ওষুধের ব্যবস্থা করা। সবটাই দেখছেন তিনি।
লক্ষ্মী থেকে অরূপ, সকলের মুখে একটাই কথা- আকাশকে এই লড়াইটা জেতাতেই হবে। আকাশও যে কোনও ক্রিকেটারের মতোই ভারতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখেন। তাঁর সেই স্বপ্নপূরণ করতেই বাংলা ময়দানের অনেকে এগিয়ে এসেছেন। লক্ষ্মীর বলছেন, ময়দানের আর যাঁদের আর্থিক সামর্থ্য রয়েছে, তাঁরাও যেন এই কঠিন সময়ে আকাশের পাশে দাঁড়ান…
আরও পড়ুন: বিশ্বরেকর্ডে বিরাট ইতিহাস কোহলির, যা করলে তা আগে কেউ পারেননি! সাধে কী জঙ্গলের রাজা
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)