১০ থেকে এখন ৪, প্লেঅফের লড়াইয়ে কে,কার মুখোমুখি? রইল ম্যাচ-তারিখ-ভেন্যু…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএল এবার শেষের মুখে। আর এক সপ্তাহও বাকি নেই। ১০ দল খেতাবি লড়াইয়ে নেমেছিল। গ্রুপ পর্বে বিদায় নিয়েছে ৬ দল। এখন বাকি আর ৪। এবার লড়াই প্লেঅফের (IPL 2025 Playoffs Schedule)। চার থেকে দুই হয়ে এক! এই প্রতিবেদনে রইল কোয়ালিফায়ার ১, এলিমিনেটর, কোয়ালিফায়ার ২ ও ফাইনালের তারিখ-ভেন্যু। 

আইপিএল প্লেঅফের সূচনা, বৃহস্পতিবার (২৯ মে) অর্থাত্‍ আগামিকাল। মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কোয়ালিফায়ার ১-এ পঞ্জাব কিংস মুখোমুখিরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ৩০ মে মুম্বাই ইন্ডিয়ান্স এই একই ভেন্যুতে এলিমিনেটরে গুজরাত টাইটান্সের মুখোমুখি হবে। সেই প্রতিযোগিতার বিজয়ী দল কোয়ালিফায়ার ১-এর পরাজিত দলের মুখোমুখি হবে। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কোয়ালিফায়ার ২ হবে। ৩ জুন আমদাবাদে কোয়ালিফায়ার ১ এবং কোয়ালিফায়ার ২-এর বিজয়ীদের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বিশ্বরেকর্ডে বিরাট ইতিহাস কোহলির, যা করলে তা আগে কেউ পারেননি! সাধে কী জঙ্গলের রাজা

আইপিএল ২০২৫ প্লেঅফ

কোয়ালিফায়ার ১, ২৯ মে: পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – মুল্লানপুর
এলিমিনেটর, ৩০ মে: গুজরাট টাইটান্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স – মুল্লানপুর
কোয়ালিফায়ার ২, ১ জুন: কোয়ালিফায়ার ১-এ পরাজিত দল বনাম এলিমিনেটর বিজয়ী – আহমেদাবাদ
ফাইনাল, ৩ জুন: কোয়ালিফায়ার ১-এ বিজয়ী বনাম কোয়ালিফায়ার ২-এ বিজয়ী – আহমেদাবাদ

গতবছর কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ায়, বিসিসিআই নিয়ম মেনেই বোধন এবং বিসর্জনের জন্য কলকাতাকেই বেছে নিয়েছিল। গত ২২ মার্চ বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠানের পরেই ইডেনে কেকেআর-আরসিবি ম্যাচ দিয়ে চলতি লিগের ফিতে কাটা হয়েছিল। ভারত-পাক সংঘর্ষের কারণে গত ৮ মে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত হয়েছিল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এবারের ফাইনাল ২৫ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে হচ্ছে ৩ জুন! আইপিএলের ওপেনিং ও ফাইনাল ম্যাচই নয়, ২৩ মে ইডেনে দ্বিতীয় কোয়ালিফায়ারও অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সংঘর্ষবিরতির পর নতুন সূচি ঘোষিত হয়েছে। আর সেখানেই কলকাতা থেকে মেগা ফাইনাল সরেছে। কলকাতায় ফাইনাল হলে সেই সময়ে নাকি বৃষ্টি হতে পারে! হাওয়া অফিসের ভূমিকায় উত্তীর্ণ হয়ে বিসিসিআই (BCCI), এই অজুহাত দেখিয়ে ভারতের অন্যতম সেরা ক্রিকেট স্টেডিয়াম থেকে ফাইনাল সরিয়েছে। ঘটনাচক্রে ইডেনের নিকাশি ব্যবস্থাও দেশের সেরা।  

আরও পড়ুন: ১১ বছরের খরা কাটল পঞ্জাবের, বাঁধনভাঙা উচ্ছ্বাস প্রীতির, ঝড়ের বেগে ভাইরাল ভিডিয়ো…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *