Bengal Weather update: আজ দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে, উত্তরবঙ্গে আজ বৃষ্টি পরিমান কম থাকবে। ২৯ তারিখ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। ৩০’৩১’১ তারিখ ও দক্ষিণ উত্তর বঙ্গে বৃষ্টি পরিমান বেশি থাকবে। ২ তারিখ থেকে বৃষ্টি অনেকটাই কমে যাবে।
Source link
