জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধর্ষণ করে খুন? অবশেষে মিলল নিখোঁজ নাবালিকার দেহ। বাড়ি থেকে মাত্র ২ কিমি দূরে। থানায় তুমুল বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা। চাঞ্চল্য় হুগলির শ্রীরামপুরে।
আরও পড়ুন: Fake IAS: IAS অফিসার পরিচয়ে প্রতারণা! প্রেমের ফাঁদে পড়ে সর্বস্বান্ত শিক্ষিকা..
পুলিস সূত্রে খবর, বিশেষ চাহিদাসম্পন্ন ওই কিশোরীর বয়স তেরো বছর। বাড়ি, শ্রীরামপুরের কানাইপুরে। ঘড়িতে তখন ৪টে। মঙ্গলবার বিকেলে হঠাত্ নিখোঁজ হয়ে যায় সে। রাতভর খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। শেষে থানায় অভিযোগ দায়ের করা হয়। আজ, বৃহস্পতিবার সকাল থেকে রীতিমতো ডগ স্কোয়াড নিয়ে সঙ্গে তল্লাশি শুরু করে পুলিস। সন্ধ্যায় বাড়ি থেকে ২ কিমি দূরে ন’পাড়া এলাকা থেকে উদ্ধার হয় ওই নাবালিকা দেহ।
কীভাবে মৃত্যু? পরিবারের লোকেদের দাবি, যেদিন নিখোঁজ হয়ে যায়, সেদিন ওই নাবালিকাকে বাড়ি থেকে ডেকে যান অসীম মজুমজার নামে পাড়ারই এক যুবক। তারপর থেকে সে বেপাত্তা। খোঁজ মিলছিল না ওই নাবালিকারও। ধর্ষণ ও খুনের মামলা রুজু করে পুলিস। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।
আরও পড়ুন: Malbazar: ভয়ংকর! বাঘ নয়, বাছুরের দিকে এবার ধেয়ে গেল হাতি! চোখের নিমেষে সব শেষ…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)