Dilip Ghosh: ‘আমি কোনও পদে নেই…’ মোদী আগমনে আমন্ত্রণ না পাওয়ায় অভিমানী দিলীপ!


অয়ন ঘোষাল: বৃহস্পতিবার সময় মতই উত্তরবঙ্গে চলে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গে সভা করবেন তিনি। সেই সভায় আমন্ত্রিত রাজ্যের বিজেপি নেতা। কিন্তু তালিকায় নেই একদা বিজেপির রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়, আপনি নেই কেন? তার উত্তরে তিনি বলেন, ‘ওখানে প্রোগ্রাম। ওখানকার কর্মীরা যাবেন। উনি যখন কলকাতায় আসবেন, আমি যাবো।’ তিনি আরও বলেন, ‘যারা প্রোটোকল অনুযায়ী নেতা তারা ডাক পেয়েছে। আমি কোনও পদে নেই। আমি সাধারণ কর্মী। উনি যখন এখানে আসবেন আমি যাবো।’ 

দিলীপ ঘোষকে আরও জিজ্ঞাসা করা হয়, পদাধিকারী নন তো কি? আপনি তো অ্যাক্টিভ একজন নেতা। তিনি বলেন, ‘সেই জন্য আমি মাঠে ময়দানে সক্রিয়। সাধারণ কর্মীদের সঙ্গে নিয়ে মাঠে আছি।’

আরও পড়ুন:Chandannagar News: চন্দননগরে চাঞ্চল্য! বাজারে লক্ষ লক্ষ টাকা ধার, অবসাদে স্ত্রী-মেয়েকে কুপিয়ে নিজেও…

সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, আপনার জন্য দলের বিধায়ক সাংসদ সংখ্যা উল্লেখ্যযোগ্য জায়গায় পৌঁছে গিয়েছিল। আপনার সেই অবদান দল অস্বীকার করছে আজকাল? দিলীপ ঘোষ একেবারে চাঁচাছোলাভাবে উত্তরে বলেন, ‘স্বীকার অস্বীকার কে করল কে না করল তাতে কি যায় আসে? কোনো ফারাক পড়বে না। আমাকে দল যে দায়িত্ব দিয়েছে আমি সেটা পালন করেছি। যে কাজ অসম্পূর্ণ সেটা পরবর্তী যে লিডারশিপ আসবে তারা পূর্ণ করবে। পার্টি এগোতে থাকে। চলতে থাকে। আমরা সাধারণ কর্মী হিসেবে পার্টির দেওয়া দায়িত্ব পালন করি। আমাদের অবদান রাখার চেষ্টা করি যাতে পার্টি বড় হয়। দল বেড়েছে বলে আমাদেরও সম্মান বেড়েছে।’ 

আপনি অ্যাক্টিভ এবং এনার্জিতে ভরপুর। দল আপনাকে কাজে লাগায় না কেন? তিনি বলেন, ‘পার্টি তো আমাকে মর্যাদা দিয়েছে। আমাকে সর্ব ভারতীয় সহ সভাপতি করা হয়েছিল। তারপর ভোটের জন্য কমিটি ভেঙে দেওয়া হয়েছিল। যে যার নির্বাচনী কেন্দ্রে লড়াই করেছেন। ভোট হয়ে গেছে। নতুন করে কমিটি হচ্ছে। নতুন কমিটিতে কে কোথায় জায়গা পাবো সেটা দেখে কাজ হবে।’

আরও পড়ুন:West Bengal Weather Update: গভীর নিম্নচাপ নিয়ে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি, ভাসবে একাধিক জেলা-সহ কলকাতা…

খারাপ লাগার প্রসঙ্গে তিনি বলেন, ‘খারাপ লাগবে কেন? আমি কোনোদিন ভাবিনি প্রেসিডেন্ট হব। পার্টি যেটুকু বলেছে আমি সেটুকু করেছি। আবার পার্টি যদি অন্য দায়িত্ব দেয় আমি সেটাও করব। যদি বলে তুমি সাধারণ কর্মী হিসেবে থাকো, তাহলে তাইই থাকব। আমার কোনো দুঃখ নেই। কোনো আশা প্রত্যাশা নেই।’ 

দিলীপ ঘোষকে আরও প্রশ্ন করা হয়, আপনি জগন্নাথ মন্দির যাওয়ার পর আপনার সঙ্গে দলের আর কোনো নেতা যোগাযোগ রাখেন? তিনি উত্তরে বলেন, ‘অনেকে যোগাযোগ রাখেন। অনেকে দেখাও করেছেন। আগেও নানা রকম স্ট্যান্ড নিয়ে দ্বিমত হয়েছে। আবার সেটা মিটেও গিয়েছে। যারা নিজের জায়গা নিয়ে বেশি চিন্তা করেন তাদের ওসব ভয় আছে। আমি দিলীপ ঘোষ কোনও জায়গার জন্য লড়াই করিনা। পার্টির জন্য লড়াই করি। আমি বয়কট বা আপন পর নীতিতে কোনোদিন বিশ্বাস করিনা। ভবিষ্যতেও করব না। আমি জানিনা এই ধরনের পলিসি কারা ঠিক করে।’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *