Anubrata Mandol: ‘কাজলের লোক, রেকর্ডিং করছিস আমি জানি!’, IC-কে ফোনে অশ্রাব্য গালিগালাজেই বিপাকে কেষ্ট…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বোলপুরের আইসিকে গালিগালাজ বিতর্কে শিরোনামে অনুব্রত মন্ডল (Anubrata Mondal)। এই জলও তাঁর দলে অনেকদূর গড়িয়েছে। এমনকী ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন বীরভূমের এই নেতা। তবুও শেষরক্ষা হয়নি। দোর্দণ্ডপ্রতাপ এই তৃণমূল নেতার এক অডিয়ো ক্লিপ ভাইরাল হয়।  

আরও পড়ুন, Anubrata Mondal: আইসি-কে ফোনে গালমন্দ, দলের চাপে ক্ষমা চাইলেন কেষ্ট! তবে বিতর্ক চলছেই…

যেখানে তাকে বোলপুর থানার আইসি-কে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায়। এরপরই সমালোচনার ঝড় ওঠে। অভিযোগ, বুধবার রাতে মদ্যপ অবস্থায় অনুব্রতর নাম করে আইসি লিটন দাসকে অসংসদীয় ভাষায় গালিগালাজ করা হয়। যার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও তার সত্যতা যাচাই করে জি ২৪ ঘণ্টা ডিজিটাল। 

উল্লেখ্য, বৃহস্পতিবার একটি দলীয় কর্মসূচির পরে অনুব্রত মণ্ডল প্রকাশ্যে বোলপুর থানার আইসি লিটন হালদারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি বলেন, ‘আইসি FIR করতে গেলেও টাকা চান। গত দু’মাস ধরে এই আইসিকে সরানোর জন্য আমি SP, অ্যাডিশনাল SP, এমনকি DG রাজীব কুমারকেও বলেছি।’

ক্ষোভ উগরে দিয়ে অনুব্রত বলেন, ‘যাকে তাকে মেসেজ করে টাকা চাইছে ৭০-৮০ হাজার। এফআইআর করতে গেলে বলছে ৫ হাজার টাকা নিয়ে এসো। এটা আমি এসপিকে জানিয়েছি। আমি আজ থেকে ২ মাস আগে জানিয়েছি।’

ঘটনাটি ঠিক কী?  ফোনে বোলপুরের আইসিকে কদর্য ভাষা গালমন্দ! অনুব্রত মণ্ডলের অডিয়োও ভাইরাল হয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্রেফ ওই পুলিস আধিকারিককেরই নয়, তাঁর স্ত্রী ও মা-কে রেয়াত করেননি বীরভূমের তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি। নোংরা কথা বলেছেন তিনি। আজ, সকালে সেই অডিয়ো ক্লিপটি পোস্ট করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর তাতেই রীতিমতো শোরগোল পড়ে যায়।

আরও পড়ুন, Hooghly BJP Agitation: অপমান করেছেন মমতা! প্রতিবাদে মহিলা পুলিস কর্মীদের ‘সিঁদুর’ পরালেন বিজেপি কর্মীরা…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *