Minor Girl: ‘২ দিন আগে শেষবার আমার হাতে ডিম-ভাত খেয়েছিল’, মেয়ের পরিণতিতে বিলাপ থামছে না দিদার…


বিধান সরকার: দুই দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যায় নিখোঁজ নাবালিকার মৃতদেহ উদ্ধার হয় ন’পাড়া এলাকা থেকে। গত মঙ্গলবার বিকাল চারটের সময় বিশেষ চাহিদা সম্পন্ন বছর ১৩-র ওই নাবালিকাকে বাড়ি থেকে নিয়ে যায় অসীম মজুমদার। সে নাবালিকার বাবার বন্ধু।

আরও পড়ুন, Bengal Weather: নির্ধারিত সময়ের ১০ দিন আগেই বর্ষা বঙ্গে, আপনার জেলা কবে ভাসবে বৃষ্টিতে?

আগে এক সময় তারা একসঙ্গে দিন মজুরের কাজ করত।নাবালিকার বাবার টিবি হওয়ার পর তিনি আর কাজ করতে পারেন না। তাই অসীমের সঙ্গে যোগাযোগ কমে। কানাইপুর বাসাই কলোনীর বাসিন্দা অসীম বিবাহিত। তার স্বভাবের জন্য গত তিন বছর স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। ভাড়া বাড়িতে মা বাবা নিজের ছেলেকে নিয়ে থাকে।

ঘটনার দিন মাটি কাটার কাজ আছে বলে নাবালিকার বাবাকে ডাকতে যায় অসীম। অসুস্থ থাকায় নিজে যেতে পারবেন না তাই মেয়েকে অসীমের সঙ্গে পাঠিয়ে বলেন কাকার বাড়ি দেখিয়ে দিতে। নাবালিকার দিদিমা শাক পাতা বিক্রি করেন। দুপুরে নাতনি তার হাতে মাখা ডাল ভাত ডিম খেয়েছিল।

তারপর দুদিন ধরে নাতনির চিন্তায় নিদ্রাহীন কেটেছে। সেই নাতনির নিথর দেহ উদ্ধারের পর থেকে শুধু বিলাপ করে চলেছেন আর অভিযুক্তের কঠিন শাস্তি চাইছেন।এক সময়ের বন্ধু যে তার মেয়ের সঙ্গে এমন কান্ড ঘটাবে ভাবতে পারেননি নাবালিকার বাবা। 

নাবালিকার মা গতকাল কানাইপুর ফাঁড়িতে হত্যে দিয়ে পরেছিলেন মেয়ের খোঁজ পেতে। চন্দননগর পুলিস কমিশনার অমিত পি জাভালগি আশ্বস্ত করেছিলেন স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হয়েছে। খোঁজ মিলবে নাবালিকার।

নাবালিকার মা তাদের প্রতিবেশি মায় কানাইপুর কলোনীর প্রত্যেকে চাইছেন অভিযুক্তের ফাঁসি।এই ঘটনায় আর কেউ যুক্ত থাকলে তাদেরও কঠোর শাস্তির ব্যবস্থা করুক পুলিস। নাবালিকা বিশেষ চাহিদা সম্পন্ন তার সঙ্গে এমন ঘটনা মেনে নিতে পারছেন না কেউ।

অসীমকে ডানকুনির খড়িয়ালে প্রথমে ধরে ফেলে স্থানীয়রা, মারধর করে। তারপর পুলিস তাকে গ্রেফতার করে। বাসাই কলোনীর যে বাড়িতে ভাড়া থাকে অসীম মজুমদার সেই বাড়ি তালা দেওয়া। তার পরিবারকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে তাদের নিরাপত্তার স্বার্থে।

শুক্রবার ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা রুজু করা হয়েছে। মৃতদেহ ওয়ালস হাসপাতালে ময়না তদন্ত হবে আজ। ময়না তদন্তের রিপোর্ট দেখে কিভাবে মৃত্যু তা নিশ্চিত হতে চাইছে পুলিস।

আরও পড়ুন, SSC Scam: চাকরিহারাদের পরীক্ষা এই নিয়মেই! নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ স্কুল শিক্ষা দফতরের…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *