Covid in Bengal: রাজ্যে বাড়ছে করোনা আক্রান্ত, জিনোম সিকোয়েন্সিং নিয়ে বড় নির্দেশ…


অয়ন শর্মা: কলকাতায় আরও একজনের করোনা আক্রান্ত হওয়ার খবর। জানা গিয়েছে, আক্রান্ত টালিগঞ্জ থানার অন্তর্গত লেক রোডের বাসিন্দা। আক্রান্ত বছর ৪৫-এর এক ব্যক্তি। আপাতত বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৮৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ায় ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর।

রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফ থেকে নির্দেশ জারি করা হল, করোনা পজিটিভ হলেই তার নমুনা পাঠাতে হবে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য। ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে নমুনা পাঠাতে হবে। বলা হয়েছে বিগত ২ সপ্তাহে রাজ্যের সমস্ত প্রাইভেট ল্যাবে যে সমস্ত কোভিড RTPCR টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে, সেই সমস্ত নমুনা পাঠাতে হবে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য। সূত্রের খবর, কোভিড পজিটিভ সমস্ত নমুনার জিনোম সিকোয়েন্সিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর।

উল্লেখ্য, গোটা দেশে সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৯৫। প্রথম স্থানে কেরালা, আক্রান্ত বেড়ে হয়েছে ১৩৩৬ জন। বিগত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮৯ জন। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র, আক্রান্ত ৪৬৭ জন। বিগত ২৪ ঘণ্টায় আক্রান্ত বেড়েছে ৪৩ জন। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি, আক্রান্ত ৩৭৫ জন। বিগত ২৪ ঘণ্টায় রাজধানীতে আক্রান্ত হয়েছে ৮১ জন। 

চতুর্থ স্থানে রয়েছে গুজরাত, ২৬৫ জন আক্রান্ত। বিগত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৪২ জন। এরপর পঞ্চম স্থানে রয়েছে কর্ণাটক, আক্রান্ত ২৩৪ জন। বিগত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৬ জন। ষষ্ঠ স্থানে রয়েছেন তামিলনাড়ু। আক্রান্ত মোট ১৮৫ জন। বিগত ২৪ ঘণ্টায় আক্রান্ত নতুন করে ৩৭ জন। সপ্তম স্থানে পশ্চিমবঙ্গ, মোট আক্রান্ত ২০৫ জন। অষ্টম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ, আক্রান্ত মোট ১১৭ জন। বিগত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৫ জন।

আরও পড়ুন, Mermaid Babies: এক ‘ভয়ংকর’ ওষুধে ৪৬ দেশে ‘মারমেইড বেবি’! ২০০০০ শিশুর… ইতিহাসে সবচেয়ে বড় মেডিক্যাল বিপর্যয়…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *