Purnam Kumar Shaw: ‘খুব কষ্টে ছিলাম, ভারতে ফেরার আশা ছিল না, মনে হচ্ছে পুনর্জন্ম হয়েছে’, বললেন পূর্ণম!


দেবব্রত ঘোষ: “পুনর্জন্ম হবে ভাবতেই পারিনি। পাকিস্তান সেনার হাতে বন্দি অবস্থায় বাড়ি ফেরার আশা ছিল না।” পাকিস্তানের হাত থেকে হাওড়ার একটি অনুষ্ঠানে এসে বললেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। এদিন মধ্য হাওড়ার রামেশ্বর মালিয়া আজ সংবর্ধনা দেওয়া হয় বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে। তাঁকে সম্মানিত করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন অন্য নেতারাও।

পাঞ্জাবের আটারি সীমান্তে ডিউটি করার সময় পূর্ণম কুমার সাউ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভুলবশত পাকিস্তানে ঢুকে পড়েছিলেন। এরপর টানা ২১ দিন পাকিস্তানি সেনার হাতে তাঁকে বন্দি অবস্থায় কাটাতে হয়। ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে তাঁর ঘরে ফেরা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়। শেষে পাকিস্তানের হাত থেকে মুক্তি পেয়ে ২৩ মে তিনি হুগলির রিষড়ার বাড়িতে ফেরেন।

পাকিস্তানের হাত থেকে তাঁর মুক্তির জন্য আজ তিনি সমস্ত দেশবাসীকে ধন্যবাদ জানান। পূর্ণম সাউ বলেন, “শত্রু দেশ পাকিস্তানে একবার আটকে গেলে কী কী হতে পারে আপনারা অনুমান করতে পারছেন। অনেক কষ্টে ছিলাম। বাড়ির কথা খুব মনে পড়ায় খুব টেনশনে থাকতাম। কারণ সংসারে আমিই একমাত্র রোজগার করি। তাই আমার কিছু হয়ে গেলে স্ত্রী, সন্তান, বাবা-মায়ের কী হবে তা নিয়ে সবসময় চিন্তা হত। সীমান্ত পেরিয়ে পাকিস্তানে একবার ঢুকে পড়লে ভারতে ফেরার আশা থাকে না। এখন ফিরে এসে মনে হচ্ছে পুনর্জন্ম হয়েছে। দেশবাসীর ভালোবাসায় আমি ফিরে আসতে পেরেছি।”

পূর্ণম সাউ জানান, আবার তিনি তাঁর পুরনো কাজের জায়গায় ফিরে যেতে চান। মন্ত্রী অরূপ রায় বলেন, “পূর্ণম সাউয়ের মতো জওয়ানরা সীমান্ত পাহারা দেয় বলেই আমরা নিশ্চিন্তে বাড়িতে ঘুমোতে পারি। এই জওয়ানরা আমাদের গর্ব। যেদিন থেকে তিনি আটকে পড়েছিলেন তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছিলেন মুখ্যমন্ত্রী। তিনি ফিরে আসায় আমাদের ভালো লাগছে।”

আরও পড়ুন, BJP workers apply Sindoor on Women Police: মহিলা পুলিসদের সিঁদুর বিজেপি কর্মীদের! পুলিস নিল কড়া পদক্ষেপ…

আরও পড়ুন,BSF Jawan Purnam Shaw: খালি গায়ে তারকেশ্বরে মন্দিরে! দেখেই পুরোহিত বললেন, পূর্ণম নাকি! তারপর…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *