Dankuni Bus Accident News: ভয়ংকর! লরির ধাক্কায় দুমড়ে গেল কেবিন, গ্যাস কাটার দিয়ে কেটে বের করা হল বাসচালককে…


বিধান সরকার: ডানকুনিতে ঘটে গেল হাড়হিম দুর্ঘটনা। ঘটনাস্থলে এসেছে ডানকুনি থানার পুলিস। বাস-লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ৩ জন। 

আরও পড়ুন: JEE Advanced Result 2025: গৃহশিক্ষক ছাড়াই JEE অ্যাডভান্সড-এ দেশে ‘এক নম্বর’ মেয়ে কাটোয়ার দেবদত্তা! টপার কোটার রজিত…

 লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল বাস। বাসের অবস্থা এমনই হয় যে, বাসের চালকও বের হতে পারেনি বাস থেকে। তাঁকে বাস কেটে উদ্ধার করতে হয়। 

যদিও একটু পড়েই ঘটনাস্থলে আসে ডানকুনি থানার পুলিস। তাঁরা তদন্ত করছে। 

স্থানীয় সূত্রে খবর, বাসটি চন্ডীতলার দিক থেকে কলকাতার দিকে যাওয়ার পথে আচমকাই টিএন মুখার্জি রোডে কলকাতার দিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রীবাহী বাসের। 

ঘটনায় বাসের সামনের অংশ দুমরে মুচরে যায়। আটকে পড়ে বাস চালক। স্থানীয়রা ও পুলিস বাস কেটে চালককে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চন্ডীতলা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় তাঁকে। শুধু বাস চালক নয়, খালাসি সহ আরও ৩ জন আহত হয়েছে। লরি ও বাস ক্রেন দিয়ে সরিয়ে রাস্তা ফাঁকা করে পুলিস।

ডানকুনিতে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে তিনজন ভয়াবহভাবে আহত হয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত পুলিস কর্মকর্তারা জানিয়েছেন, বাসের চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের সামনের অংশটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা থেকে চালককে বের করে আনা ছিল একটি চ্যালেঞ্জিং ব্যাপার।

আরও পড়ুন: SSC: বাতিল সব শিক্ষকের চাকরি! ‘পড়ানোর কেউ নেই তাই আর ভর্তি নেওয়া হবে না’, নোটিশ স্কুলের…

এছাড়া, আরও দুজন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর। পুলিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পরপরই পুলিস তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।

এটি খুবই উদ্বেগজনক ঘটনা, যা আবারও আমাদের সড়ক নিরাপত্তার কথা স্মরণ করিয়ে দেয়। সকলকে সতর্কতা অবলম্বন করে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *