ছেলেকে বাঁচাতে ‘মারমুখী’ বিধায়ক! মুখ্যমন্ত্রীর দ্বারস্থ কালনার তৃণমূল কর্মী… A TMC Worker from Kalna lodges complain against his partys MLA to CM Mamata Banerjee


পার্থ চৌধুরী: কাঠগড়ায় খোদ তৃণমূল বিধায়ক! অভিযোগ নিতেই রাজি নয় থানা। শেষপর্যন্ত মুখ্য়মন্ত্রীর দফতরের হস্তক্ষেপে অভিযোগ জমা পড়ল পুলিস সুপারের কাছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়।

আরও পড়ুন:  Student Death in Burdwan: সামনে মাধ্যমিক, পড়াশোনায় ফাঁকি ঘুমকাতুরে মেয়ের! বাবা বকাবকি করতেই… ইস..

জানা দিয়েছে, কালনা শহরের ১৪ নং ওয়ার্ডের বাসিন্দা তৃণমূল কর্মী হৃষিকেশ দাস। ২০১৬ সালে খুন হয় তাঁর চোদ্দো বছরের ছেলে। তখন কুণাল বাগ নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ করা হয়। মামলাটি এখন বিচারাধীন।

এদিকে  কুণালের বাবা দেবপ্রসাদ বাগ কালনার তৃণমূল বিধায়ক।  হৃষিকেশের দাবি, মামলা তুলে নেওয়ার জন্য় লোক মারফত্‍ টাকার প্রলোভন দেখেছিলেন বিধায়ক। রাজি না হওয়ায় এখন তাঁকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে। অভিযোগ, ১৪ মে রাতে নিজের পুকুরে মাছ দেখতে যাওয়ার সময়ে হৃষিকেশকে মারধর করেন বিধায়ক ও তাঁর লোকজনেরা। ঘটনাস্থলে জ্ঞান হারান তিনি। এরপর যখন জ্ঞান ফেরে, তখন নাকি আবার মিথ্যা মামলায় পুলিসকে দিয়ে হৃষিকেশকে গ্রেফতার করানো হয়!

হৃষিকেশের দাবি, কালনায় থানায় বিধায়কের অভিযোগ জানাতে গিয়েছিলেন তিনি। কিন্তু পুলিস অভিযোগ নিতে অস্বীকার করে। শেষে সস্ত্রীক মুখ্যমন্ত্রীর দেখা করেন হৃষিকেশ। এরপর  মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জেলা পুলিশ সুপারের কাছে বিষয়টি দেখার জন্য নির্দেশ আসে। সেই মত সোমবার ঋষিকেশ দাস পুলিশ সুপারের সাথে দেখা করে তার অভিযোগ জানান। গতকাল, সোমবার অভিযোগকারীর সঙ্গে দেখা করেন বর্ধমানের পুলিস সুপার। অভিযোগ নেন তিনি।

আরও পড়ুন:  Purba Bardhaman Incident: পুলিসের নিদানে স্ত্রীকে সিঁদুরদান প্রেমিকের! ঘরে ফিরে দুই ছেলে-মেয়ের ‘বাবা’ যুবক ঘটালেন ভয়ংকর ঘটনা..

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *