সামনে মাধ্যমিক, পড়াশোনায় ফাঁকি ঘুমকাতুরে মেয়ের! বাবা বকাবকি করতেই… ইস.. A students ends her life after being rebuked by father in East Burdwan


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শাসন করলেই বিপদ! একটু বেশি সময় পড়াশোনা করতে বলেছিলেন বাবা। আর তাতেই ভয়ংকর কাণ্ড ঘটিয়ে বসল মেয়ে। বিষ খেয়ে আত্মহত্যা করল দশম শ্রেণির ছাত্রী। শোকের ছায়া পূর্ব বর্ধমানের ভাতারে।

আরও পড়ুন:  Bardhaman Death: মাথায় ঋণের বোঝা, মেয়ের সামনেই চড় মারে পাওনাদার! অপমানে আত্মঘাতী আউশগ্রাম বিদ্যালয়ের কর্মী…

জানা গিয়েছে,  মৃত ছাত্রীর নাম অম্বিকা কীর্তনীয়া। বাড়ি, ভাতার থানার নবাবনগরের সাহেবগঞ্জ এলাকায়। পরিবারের সূত্রে খবর, সারাদিনে খুব সময়ই পড়াশোনা করত অম্বিকা। বেশিরভাগ সময়টাই ঘুমিয়েই কাটিয়ে দিত! এই নিয়ে মেয়েকে বকাবকিও করতেন অম্বিকার বাবা। সপ্তাহ দুয়েক আগে তিনি বলেছিলেন, শুধু টিউশন পড়া করলে হবে না বাড়িতেও পড়তে হবে। এরপর রাতেই কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে অম্বিকা। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করেন পরিবারের লোকেরা।

১২ দিন হাসপাতালে ভর্তি ছিল অম্বিকা। কিন্তু শেষরক্ষা হল না। গতকাল সোমবার গভীর রাতে মৃত্যু হয় তার। বাবা দিলীপকুমার কীর্তনীয়া বলেন, ‘সামান্য বকাবকিতেই এমন কান্ড ঘটিয়ে ফেলবে ভাবতেই পারেনি’। হতবাক পাড়া-প্রতিবেশীরাও।

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ… 

iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১

কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

আরও পড়ুন: Purba Bardhaman Incident: পুলিসের নিদানে স্ত্রীকে সিঁদুরদান প্রেমিকের! ঘরে ফিরে দুই ছেলে-মেয়ের ‘বাবা’ যুবক ঘটালেন ভয়ংকর ঘটনা…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *