বাড়িতে এসে পাওনাদারদের কটূক্তি! বর্ধমানে দেনার দায়ে চাষির গলায় দড়ি, কুঁড়ে ঘরে… A Farmer ends his life in Burdwan


পার্থ চৌধুরী: ফের দেনার দায়ে আত্মহত্যা! বাড়ি থেকে ৫০০ মিটার দূরে কুঁড়েঘরে মিলল চাষীর ঝুলন্ত দেহ। এবার পূর্ব বর্ধমানের জামালপুরে। এলাকার শোকে ছায়া।

আরও পড়ুন:  Memari Shocker: ‘চরম কষ্ট দিতে চেয়েছি, তাই ঘুম থেকে তুলে বাবা-মায়ের গলা কেটেছি!’, হুমায়ুন কি সাইকো?

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম সত্যনারায়ন ঘোষ। জামালপুরের  কনকপুর গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। এক বছর আগে স্ত্রীকে হারিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন সত্যনারায়ণ। তার উপর চাষে লোকসানও বাড়ছিল। মৃতের দাদা  লক্ষীনারায়ণ ঘোষ জানান,  পাঁচ বছর ধরে দশ বিঘা জমি চাষ করেছিলেন সত্যনারায়ণ। কিন্তু লাভ তো হয়ইনি, বরং লোকসান বাড়ছিল। বাধ্য হয়েই স্থানীয় দোকানদার ও মহাজনদের কাছ থেকে ধার করতে হয়েছিল। 

গত বছর অতিরিক্ত বৃষ্টির কারণে আলু চাষে ব্যাপক ক্ষতি হয়। জমিতেই নষ্ট হয়ে যায় ধান। ফলে সত্যনারায়ণে দেনা আরও বাড়ে। প্রায় নিয়মিত তাগাদা করতে বাড়িতে আসতেন পাওনাদাররা। কেউ কেউ আবার কটুক্তিও করতেন। আজ, বুধবার মাঠে গোরু বাঁধতে গিয়ে আর বাড়ি ফেরেননি সত্যনারায়ণ। এরপর শুরু হয় খোঁজাখুঁজি। শেষে বাড়ি থেকে কুঁড়েঘরে  ওই চাষীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। থানায় খবর দেন প্রতিবেশীরা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস।

আরও পড়ুন:  Hooghly: সহপাঠীদের মারে শেষ ক্লাস টেনের অভিনব, টাকা দিয়ে ধামাচাপার চেষ্টায় MLA! হাইকোর্টে বাবা-মা…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *