শুভেন্দু গড়ে ফের ফুটল ঘাসফুল! কাঁথিতে সমবায় নির্বাচনে এবার… TMC wins another Cooperative Bank Election in East Midnapore


কিরণ মান্না: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। খোদ শুভেন্দু অধিকারীর জেলাতেই রক্তরক্ষণ অব্যাহত বিজেপির। সমবায় ভোটে দাপট দেখাচ্ছে তৃণমূলই। কাঁথির হুগলি সমবায় সমিতিতে এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূলই।

আরও পড়ুন:  Farmer Death: বাড়িতে এসে পাওনাদারদের কটূক্তি! বর্ধমানে দেনার দায়ে চাষির গলায় দড়ি, কুঁড়ে ঘরে…

স্রেফ লোকসভা নয়, কাঁথি বিধানসভাও বিজেপির দখলে। কিন্তু একে এক সমবায় সমিতি ফুটছে ঘাসফুল। সেই তালিকায় নাম উঠল  হুগলি সমবায় সমিতিতে। এই সমবায় সমিতিতে আসনসংখ্য়া ৯। ৯টিতেই জিতেছেন তৃণমূল প্রার্থীরা। খাতাই খুলতে পারল না বিজেপি ও সিপিএম। এদিন ভোটের ফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের  নিয়ে তৃণমূলকর্মীদের উচ্ছ্বাস ছিল চোখের পড়ার মতো। স্থানীয় তৃণমূল নেতা আমিন সোহেলের অভিযোগ, সিপিএম ও বিজেপি আতাঁত করে ভোটে জিততে চেয়েছিল, কিন্তু তা সফল হয়নি’। বিরোধীদের পাল্টা অভিযোগ, ‘মানুষকে ভুল বুঝিয়ে, ভয় দেখিয়ে ভোট কেড়ে নেওয়া যায়। কিন্তু মানুষের মন জয় করা যায় না। আগামী নির্বাচনে তা প্রমাণ হবে’। 

এদিকে কাঁথির  পাইকবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল।  ৪৪ আসনের সমবায় সমিতিতে ৩৩ আসনেই জিতেছে তৃণমূল। বিজেপির ঝুলিতে ৭। বাকি ৪ আসন পেয়েছেন নির্দল প্রার্থীরা।  এই সমবায় সমিতি শুধু কৃষি উন্নয়নই নয়, একটি বৃহৎ পরিসরে আর্থিক প্রতিষ্ঠান হিসেবেও গুরুত্বপূর্ণ। ফলে এই নির্বাচনে তৃণমূলের এই বিপুল সাফল্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বস্তুত, কাঁথি লোকসভা সাংসদ খোদ শুভেন্দুরই ভাই সৌমেন্দু অধিকারী। ফলে তৃণমূলের এই জয় যথেষ্ট তাত্‍পর্যপর্ণ বলে মত রাজনৈতিক মহলে।

আরও পড়ুন:  Memari Shocker: ‘চরম কষ্ট দিতে চেয়েছি, তাই ঘুম থেকে তুলে বাবা-মায়ের গলা কেটেছি!’, হুমায়ুন কি সাইকো?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *