Bangladeshi Actor Tanin Subha hospitalised: আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে জীবনমৃত্যুর লড়াই লড়ছেন বাঙালি নায়িকা!


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পদ্মাপাড়ের তারকাদের জীবনে যেন অশান্তি লেগেই রয়েছে। বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছিলেন বাংলাদেশি অভিনেত্রী নুসরত ফারিয়া। ফ্লাই ওভারের উপর মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েন বাংলাদেশি অভিনেতা বাপ্পী চৌধুরী। এরপরই আরও এক খারাপ খবর। সোমবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী তানিন সুবহা। 

সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন। আফতাবনগর বাড়ির কাছের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা করানোর পরে বাড়ি ফেরেন তিনি। কিন্তু সন্ধ্যায় আবার অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গেই বনশ্রীর একটি হাসপাতালের ICU কেন্দ্রে রাখা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন, এরপর মধ্যরাতে ধানমন্ডির একটি বেসরকারি হাসাপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই লাইফ সাপোর্টে আছেন অভিনেত্রী। তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সুবহার শারীরিক অবস্থা সংকটজনক। 

 

আরও পড়ুনAamir Khan: ‘এটাই হয়তো আমার শেষ ছবি!’ জীবনের বাকি সময় আদরে সোহাগে কাটাবেন প্রেমিকার সঙ্গে…

সোমবার হঠাৎ তানিনের বুকে ব্যথা শুরু হয়। সেই সঙ্গে প্রচণ্ড ঘামও হয়। গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে করে ওষুধ খান। কিন্তু বেশ কয়েকবার বমির কারণে অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকদের পরামর্শে তখন লাইফ সাপোর্টে রাখা হয় ওপার বাংলার অভিনেত্রীকে। 

বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজের দুনিয়ায় আত্মপ্রকাশ। এরপর সিনেমা, নাটক দুই ক্ষেত্রেই চুটিয়ে অভিনয় করেন। ‘মাটির পরী’ ছবি দিয়ে বড় পর্দায় হাতেখড়ি। বেশ কয়েকটি সিনেমা এখন মুক্তির অপেক্ষায়। তার আগে ঢালিউড অভিনেত্রী তানিন সুবহার গুরুতর অসুস্থতার খবরে মন খারাপ ভক্তদের।

 

সহকর্মীরা সুবহার সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনেকেই। অভিনেতা জয় চৌধুরী ফেসবুকে লিখেছেন, ‘আমার সহকর্মী বন্ধু চলচ্চিত্র অভিনেত্রী তানিন সুবহা মাইল্ড স্টোক করে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে। সবাই দোয়া করবেন।’ অভিনেত্রী শাহনূর আরোগ্য কামনা করে লিখেছেন, ‘আমাদের প্রিয় ছোট বোন তানিন সুবহা লাইফ সাপোর্টে রয়েছে। আপনারা সবাই তাঁর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমিন।’ 

আরও পড়ুনSalman Khan hosts Big Boss 2025: বেয়াড়া এলভিসদের দৌরাত্ম্য কমাতেই কি বিগ বস মুখ ফেরাল? বন্ধ দরজা, উপার্জনেও কাঁটা?

 

অভিনেত্রী রত্না কবির সুস্থতা কামনা করে লিখেছেন, ‘প্রিয় তানিন সুস্থ হয়ে ফিরে আয় বোন।’ সহকর্মী-অভিনেত্রী শিরিন শিলা তাঁর ফেসবুকে তানিন সুবহার হাসপাতালের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আল্লাহ তুমি তানিন রহমান সুবহাকে ফিরিয়ে দাও। তানিন এখন লাইফ সাপোর্টে আছে। লাইফ সাপোর্ট রুমে আমাকে দেখার অনুমতি দিয়েছে। সবাই তানিন সুবহার জন্য দোয়া করবেন।’ অভিনেতা শিপন মিত্র তার ফেসবুকে পোস্ট লিখেছেন, ‘তানিন রহমান সুবহা বন্ধু তোর কিচ্ছু হবে না। তুই অনেক ভাল মানুষ। প্রত্যেকটা মানুষের দোয়া তোর সঙ্গে আছে। ইনশাআল্লাহ আমরা খুব শিগগির আবার একসাথে হাসিখুশিভাবে আড্ডা দেব।’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *