RCB Victory Parade: বিরাট কোহলিদের (Virat Kojhli) বিজয় মিছিলের আনন্দ (RCB Victory Celebrations in Bengaluru) নিমেষে বদলে গেল শোকের আবহে! বুধ বিকালে, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে (M. Chinnaswamy Stadium in Bengaluru) লক্ষ লক্ষ ভক্ত জড়ো হয়েছিলেন, বিরাটদের সেলিব্রেশনে শামিল হতে। আর এই ভিকট্রি প্যারেডে ঘটে গেল ভয়ংকর কাণ্ড। একাধিক মিডিয়ার রিপোর্ট যে, বিজয় মিছিলে ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং কমপক্ষে ২৫ জনের বেশি আহত হয়েছেন!
আরও পড়ুন: আরসিবি প্রতিষ্ঠাতা আজ প্রত্যর্পণের যুদ্ধে! মালিয়া দেশ ছাড়ার পর বিরাটদের মালিক কে?
‘দ্য লাস্ট মাইল’! এভাবেই বিসিসিআই দেখছিল আইপিএল ফাইনালকে। সবরমতীর পাড়ে শেষ মাইল পেরিয়ে মাইলস্টোন তৈরি করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু! অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিগত ১৭ বছরের বসে যাওয়া ভাগ্যের চাকা ঘুরেছে বিরাট কোহলিদের । অবশেষে লাল ঝাণ্ডা উড়েছে। আইপিএল ২০২৫ পেয়েছে নতুন চ্যাম্পিয়নকে। ১৮ বছরে এই প্রথমবার শিরোপা আরসিবি-র। ২০০৯, ২০১১, ২০১৬-র পর চতুর্থবার ফাইনাল খেলল এবং অবশেষে জিতল। পঞ্জাব কিংসকে তারা ফাইনালে হারিয়েছে ৬ রানে।
আরও পড়ুন: ধনবর্ষণে বেঙ্গালুরু-পঞ্জাব, এক তরুণ তুর্কিরই ৩ ট্রফি! ‘সবচেয়ে মূল্যবান’ ভারত অধিনায়ক
আইপিএল জেতার পরেই আরসিবি সিদ্ধান্ত নেয় যে, ভক্তদের কথা ভেবেই বিরাটরা হুড খোলা বাসে চেপে মিছিল করবেন রাজপথে। কিন্তু জানা গিয়েছিল যে, পুলিস অনুমতি না দেওয়ায় বিরাটদের এই পরিকল্পনা ভেস্তে গিয়েছিল। কিন্তু শেষে বিরাটদের বাস রাস্তায় নামে। আর তাতেই বিপত্তি হয়।মৃতদেরও শিবাজিনগরের বোরিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আরও আহতদের বৈদেহী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এদিন জনসুনামি সামলাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে বেঙ্গালুরু পুলিস। এমনকী পরিস্থিতি সামাল দিতে চিন্নাস্বামীর গেটের বাইরে লাঠি চার্জও করা হয়েছে। আরসিবি-র টিম বাস চরম বিশৃঙ্খলার মধ্যে দিয়েই স্টেডিয়ামে ঢোকে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ। আর তার আগেই যা হওয়ার হয়ে গিয়েছে। থিকথিকে ভিড় সামলানোর মতো পুলিস এদিন মোতায়েন ছিল না মাঠের বাইরে। প্রয়োজনের তুলনায় পুলিসের সংখ্যা ছিল অনেকটাই কম। স্টেডিয়ামে বিরাটদের অনুষ্ঠান দেখার বিশেষ পাস থাকলেও, আবেগ সে কথা আর মানেনি। স্টেডিয়ামের গেট খোলার সঙ্গে সঙ্গেই বহু মানুষ ভিতরে ঢুকে যায়। ভিড় সামলাতে নাজেহাল পুলিস তখনই শুরু করে লাঠি চার্জ। তবে বাইরের মর্মান্তিক ঘটনার ঘটে যাওয়ার পরেও মাঠের ভিতরে বিরাটদের উদযাপন থামেনি। দীর্ঘক্ষণ চলেছে নাচ-গান। এখন প্রশ্ন কী করে এই পরিস্থিতিতে অনুষ্ঠান চালিয়ে নিয়ে যাওয়া হল!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)