এখনও বাড়বে তাপমাত্রা! লু-র গেরো কাটিয়ে কি নামবে অবিরল বর্ষণধারা? না কি দক্ষিণবঙ্গে শুধুই হাহাকার…। Monsoon heat wave Bengal Weather Update Bengal Weather forecast early Monsoon kolkata


অয়ন ঘোষাল: সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Rain with Thunderstorm) সম্ভাবনা দক্ষিণবঙ্গের কয়েক জেলায়। উপকূল ও পূর্ব দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। আগামী ১১ জুন, বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। বুধবারের পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়লেও ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।

আরও পড়ুন: Pakistan Earthquake: গত ৪৮ ঘণ্টায় ২০ বার ভূমিকম্পে কাঁপল করাচি, বিশেষজ্ঞরা বলছেন অপারেশন সিঁদুরের পর…

আরও পড়ুন: Mahua Moitra Marriage: মাত্র দেড় লাখের বেনারসি পরে বিয়ে সেরেছেন বার্লিনে! মহুয়ার শাড়ি নিয়ে নেটপাড়ায় কাড়াকাড়ি…

দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। মঙ্গল ও বুধবার এই দুদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণ বঙ্গের সব জেলায়। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা বাড়বে; কমবে তাপমাত্রা।

উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি; পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টির সম্ভাবনা কম। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে মালদা ও দক্ষিণ দিনাজপুরের বেশিরভাগ অংশে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী তিন-চার দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

কলকাতায় গরম ও অস্বস্তি বাড়বে। সোমবার ও বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। তাপমাত্রা সর্বোচ্চ ৩৫ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে, কিন্তু বাতাসে আর্দ্রতা অনেকটা বেশি থাকবে, তাই পাল্লা দিয়ে অস্বস্তিও বাড়বে।

মৌসুমি অক্ষরেখা আপাতত  সক্রিয় হওয়ার সম্ভাবনা নেই। বর্ষার অনুকূল পরিস্থিতি কবে হবে, এখনও সে বিষয়ে কোনও বার্তা দেয়নি আবহাওয়া দফতর। ১২ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি হচ্ছে না বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।

এবার উত্তরবঙ্গে ১০ দিন আগে বর্ষায় এলেও দক্ষিণবঙ্গে বর্ষায় বিলম্ব ঘটবে। আইএমডির ক্যালেন্ডার অনুযায়ী, সাধারণত ১০ জুন বর্ষা আসে দক্ষিণবঙ্গে, তবে এবার কবে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে, সেটা নিয়ে অনিশ্চিত আবহাওয়াবিদেরা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *