শিরা কে*টে র*ক্ত দিয়ে বিরাটের কপালে বিজয় তিলক ভক্তের…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘ভক্তের ভগবান’ বিরাট কোহলি (Virat Kohli), কিংবদন্তি ক্রিকেটার শুধু দেশেই নন, বিদেশেও পূজিত হন! এহেন কোহলির এক ‘পাগল’ ভক্ত এবার সব সীমা ছাড়িয়ে গেলেন বিরাটকে ভালোবেসে! ক্যামেরার সামনে দাঁড়িয়ে, একাধিকবার হাতের  শিরা কে*টে, র*ক্ত দিয়ে, নিজের আইকনের বিরাট পোস্টারে বিজয় তিলক টানলেন!সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ঝড় তুলেছে।

আত্মঘাতী এই ঘটনার ভিডিয়োতে দেখা যাচ্ছে, সেই অজ্ঞাত ব্যক্তির পরনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সি। সে ব্লেড দিয়ে শিরা কাটতে কাটতে তাঁর বা-হাতে রীতিমতো ক্ষত তৈরি করে ফেলেছেন। তবুও থামেননি। ফ্লেক্স ব্যানারে কোহলির কপালে রক্তের ছিটে দিয়ে চলেছেন… ভিজিয়ো দেখে লোকজন আঁতকে উঠেছে! এরপর তিনি নিজের জার্সি খুলে খালি গায়ে চিত্‍কার করতে শুরু করেন… ভিডিয়ো দেখে বোঝাই যাচ্ছে তিনি প্রকৃতস্থ নন! 

আরও পড়ুন: সুন্দরী মালকিনের অনিচ্ছাতেও ঘরে ঢুকেছিলেন স্টার, তাঁকে মারতে যাচ্ছিলেন ‘সরপঞ্চ’ও!

ভক্তের এই কাণ্ডকারখানা নেটপাড়া মোটেই ভালো চোখে দেখেনি। এককথায় তাঁকে ‘উন্মাদ’ এবং ‘অসুস্থ’ বলতে কেউ দু’বার ভাবেননি! ‘ঘর কে কলেশ’ নামের এক এক্স হ্যান্ডেল থেকে এই ভিডিয়ো শেয়ার করে হয়েছে। (জি ২৪ ঘণ্টা এই ভিডিয়োর  সত্যতা যাচাই করে দেখেনি)। ১৭ বছরের চেষ্টার পর ১৮ তম প্রয়াসে আরসিবি ট্রফি জিতেছে। যার ফলে ভক্তরা আর নিজেদের উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি। এই ঘটনা তারই প্রমাণ। 

‘দ্য লাস্ট মাইল’! এভাবেই বিসিসিআই দেখছিল আইপিএল ফাইনালকে। সবরমতীর পাড়ে শেষ মাইল পেরিয়ে মাইলস্টোন তৈরি করেছে আরসিবি! অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিগত ১৭ বছরের বসে যাওয়া ভাগ্যের চাকা ঘুরেছে বিরাটদের। অবশেষে লাল ঝাণ্ডা উড়েছে। 

আইপিএল ২০২৫ পেয়েছে নতুন চ্যাম্পিয়নকে। ১৮ বছরে এই প্রথমবার শিরোপা আরসিবি-র। ২০০৯, ২০১১, ২০১৬-র পর চতুর্থবার ফাইনাল খেলল এবং অবশেষে জিতল । পঞ্জাব কিংসকে তারা ফাইনালে হারিয়েছে ৬ রানে।

বিরাটদের বিজয় মিছিলের আনন্দ, নিমেষে বদলে গিয়েছিল শোকের আবহে! গত বুধবার বিকালে, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে, লক্ষ লক্ষ ভক্ত জড়ো হয়েছিলেন, বিরাটদের সেলিব্রেশনে শামিল হতে। এই ভিকট্রি প্যারেডেই ঘটে যায় ভয়ংকর কাণ্ড। বিজয় মিছিলে ১১ জনের মৃত্যু হয় এবং কমপক্ষে ২৫ জনের বেশি আহত হন।

আরও পড়ুন: ‘আমি শ্রেয়সের সন্তানের মা, ইতিমধ্যেই আমরা বিবাহিত’! অভিনেত্রীর ৪৪০ ভোল্টের ঝটকা…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *