অয়ন শর্মা: চলন্ত ট্রেনে অধ্যাপিকা চিকিৎসককে শ্লীলতাহানির (Molestation) ঘটনায় অবশেষে পুলিসের জালে অধ্যাপক। ২৬ মে হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেসের (Train) ফার্স্ট ক্লাস কোচে পুরুলিয়ায় যাচ্ছিলেন পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের অধ্যাপিকা চিকিৎসক। সেই কোচেই সহযাত্রী ছিলেন সিধু কানু বিরশা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমন পাল। অভিযোগ, ভোরের দিকে ট্রেনের মধ্যেই তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন ওই অধ্যাপক।
আরও পড়ুন, West Bengal Bus Service: গণ পরিবহনে বড় খবর! বাতিল হচ্ছে না ১৫ বছরের পুরনো বাস, কিন্তু…
বাঁকুড়া জেলা পুলিস গ্রেফতার করল সিধু কানু বিরশা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমন পালকে। মঙ্গলবার সকাল ১০:১৫ নাগাদ তাকে গ্রেফতার করা হয়। এদিনই আদালতে তোলা হবে তাকে। ফার্স্ট ক্লাস কোচের বার্থে ঘুমিয়ে ছিলেন অধ্যাপিকা। সেই সময় অধ্যাপক তাঁর শরীরে হাত দেয় ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ঘটনায় সঙ্গে সঙ্গে তিনি অন্যান্য সহযাত্রীদের জানান। তবে ছোটাছুটি করেও কোচের মধ্যে কোনও নিরাপত্তারক্ষীকে দেখতে পাননি। মঙ্গলবার পুরুলিয়ায় গিয়ে জিআরপি-র মাধ্যমে বাঁকুড়া জিআরপি-তে লিখিত অভিযোগ দায়ের করেন অধ্যাপিকা।
ঘটনা প্রকাশ্যে আসতেই ছাত্রছাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে বুধবার মেডিক্যাল কলেজের পঠন পাঠন বন্ধ রাখেন ডাক্তারি পড়ুয়ারা। তাঁরা অভিযুক্ত অধ্যাপকের গ্রেফতারের দাবি জানান। বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করে অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ জানান চিকিৎসক। এই ঘটনায় অভিযুক্ত অধ্যাপক সুমন পালকে গ্রেফতার করে বাঁকুড়া জেলা পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
