তথাগত চক্রবর্তী: খেলার নাম করে বাঁশবাগানে ও ঝোপে ডেকে নিয়ে গিয়ে দুই নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল এক কিশোরের বিরুদ্ধে। ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
বারুইপুর থানা এলাকার বাসিন্দা এক কিশোরের বিরুদ্ধে দুই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এমনকি এই কথা কাউকে জানালে নাবালিকাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় বারুইপুরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শারীরিক নির্যাতনের পর এক নাবালিকা বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। যন্ত্রনা সহ্য করতে না পেরে সে কান্নাকাটি শুরু করে। বাড়ির লোক তাকে জিজ্ঞাসা করলে তখন ঘটনা জানাজানি হয়। আরও এক নাবালিকার সঙ্গে এই একই ঘটনা ঘটেছে বলে জানা যায়।
তারপর বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা দুই নাবালিকার পরিবার। তাদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়। পুলিস তদন্তে নেমে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে। নাবালিকার পরিবার অভিযুক্ত কিশোরের কঠোর শাস্তির দাবি করেছেন। ওই দুই নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়েছে বারুইপুর মহকুমা হাসপাতালে। পুলিস সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত কিশোর সপ্তম শ্রেণীর ছাত্র। নাবালিকার পরিবার জানায়, এর আগেও একাধিকবার মেয়েদের সঙ্গে ওই কিশোর খারাপ আচরণ করেছে।
আরও পড়ুন:Arbaaz khan: শুরার গর্ভে সন্তান! সলমানের ভাই, মালাইকার Ex আরবাজ হচ্ছেন বাবা…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)