Narendrapur: চায়ে মাদক মেশাতেই বেহুঁশ নার্স! জ্ঞান ফিরতেই দেখে…ভয়ংকর


তথাগত চক্রবর্তী: নরেন্দ্রপুর থানার গড়িয়া স্টেশন সংলগ্ন কয়লাপট্টি এলাকায় এক নার্সকে চায়ের সঙ্গে মাদক মিশিয়ে বেহুঁশ করে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। ঘটনায় অভিযুক্ত সোমনাথ পণ্ডা নামে এক চায়ের দোকানদারকে গ্রেফতার করেছে পুলিস। আজই তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে দু’জনের মোবাইল ফোন সহ একাধিক সামগ্রী। সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিস। 

পুলিস সূত্রে জানা গিয়েছে, সোমনাথ পণ্ডার চায়ের দোকানে রাত দশটা নাগাদ চা খেতে যান নির্যাতিতা, যিনি পেশায় একজন নার্স। অভিযোগ, চা খাওয়ার সময় তার অজান্তেই কিছু মিশিয়ে দেওয়া হয়। নির্যাতিতা জানান, ওই দোকানদার তাকে তার স্বামীর কাছে টাকা পাঠাতে সাহায্য করতেন, কারণ তার স্বামী ভিনরাজ্যে কর্মরত। সেদিনও টাকা পাঠানো নিয়ে কথা বলতে গিয়েছিলেন তিনি। চা পান করার কিছুক্ষণের মধ্যেই তিনি বেহুঁশ হয়ে পড়েন এবং বেশ কিছু সময় অচৈতন্য অবস্থায় দোকানেই ছিলেন। 

আরও পড়ুন:Odisha: অশুভ শক্তির বিনাশ! একাধিককে ধর্ষণ, ৬০ বছরের বর্বরকে কুপিয়ে পোড়াল নির্যাতিতারা…

জ্ঞান ফিরতেই তিনি দেখেন, তাঁর শরীরের নীচের অংশে কোনও পোশাক নেই। তখনই ভয় পেয়ে কোনওরকমে পোশাক পরে রাত আড়াইটা নাগাদ সেখান থেকে পালিয়ে যান এবং পরিবারকে পুরো বিষয়টি জানান। পরিবারের তরফে অভিযোগ দায়েরের পরেই পুলিস দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে। নির্যাতিতার শারীরিক পরীক্ষার পাশাপাশি আদালতে তাঁর গোপন জবানবন্দি রেকর্ডের আবেদন জানানো হবে। নরেন্দ্রপুর থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার পাশাপাশি অন্যান্য ধারায় মামলাও রুজু হয়েছে। এলাকাজুড়ে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন:Mysterious Death: দিল্লি থেকে নিখোঁজ অসমের তরুণী, ৫ দিন পর দেহ মিলল উত্তরাখণ্ডে! তাহলে কি…

উল্লেখ্য, দিল্লির বাবা সাহেব আম্বেদকর মেডিক্যাল কলেজ হাসপাতালে শ্লীলতাহানির শিকার, এক মহিলা রেসিডেন্ট ডাক্তার। অভিযোগ সোমবার দুপুর দুটো নাগাদ, হাসপাতালের করিডোরে সকলের সামনে এক রোগীর পরিবার মহিলা চিকিৎসকের ত জামাকাপড় ছিড়ে দেয় বলে অভিযোগ। অসংলগ্ন আচরণ করা হয়, মারধর করাহয় বলে জানা গিয়েছে। হুমকি দেওয়া হয় প্রাণে মারার। সেই সময় ওই চিকিৎসক চিৎকার করলেও হাসপাতালে নিরাপত্তা রক্ষীরা ছুটে আসেনি কেউ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *