‘রাজ্য মেডিক্যাল কাউন্সিল ব্যক্তিগত আক্রোশে আমার সঙ্গে অন্যায় করছে’! Santanu Sen reacts on Degree contoversy and attack West Bengal Medical council


শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: ‘আমি একশো শতাংশ সঠিক’। ডিগ্রি বিতর্কে রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন শান্তনু সেন। বললেন,  ‘যদি ওরা নিজেদেরকে না শোধরায়, ব্যক্তিগত আক্রোশে এই ধরণের অন্যায় কাজ করে, আমি উচ্চতর কর্তৃপক্ষের কাছে যাব। না হলে ন্যায়ালয়ের মধ্য়ে দিয়ে কীভাবে সত্যকে প্রতিষ্ঠিত করতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে’।

আরও পড়ুন:  Kolkata Old Woman Death: দুই ছেলের মৃত্যু! তালাবন্ধ দরজার ভিতরে একাকী বৃদ্ধার মর্মান্তিক পরিণতি…

শান্তনুর দাবি, ‘ওয়েস্ট বেঙ্গল মেডিক্য়াল কাউন্সিল ব্যক্তিগত আক্রোশ ও প্রতিহিংসার কারণে, আমার সঙ্গে যে অন্যায় করছে, সেটা পেনাল এথিক্যাল কমিটি আমাকে ডাকার পর, তথ্য-প্রমাণ-সহ প্রমাণ করে দিয়েছি। তারপরেও গতকাল আমার কাছে একটা চিঠি এসেছে’। বলেন, ‘গতকাল যে চিঠিটা পেয়েছি, তার উত্তর দেওয়ার জন্য ২‍১‍ দিন সময় দিয়েছে। ২১ দিন তো দূরে কথা, আমি ৩ দিনের মধ্য়ে উত্তর দিয়ে  আরও একবার প্রমাণ করে দেব, প্রত্যেকটা ছত্রে ছত্রেই আমি সঠিক। এবং প্রত্যেকটা ছত্রে ছত্রে মেডিক্যাল কাউন্সিল ভুল করছে। তারা যে ব্যক্তিগত আক্রোশে করছে, সেটা আর একবার চোখে আঙুল দিয়ে প্রমাণ করে আসব’। 

প্রাক্তন তৃণমূল সাংসদের হুঁশিয়ারি, ‘আমি একশো শতাংশ সঠিক। এবং ওরা অন্যায় করছে। তারপরেও যদি ওরা নিজেদেরকে না শোধরায়, ব্যক্তিগত আক্রোশে এই ধরণের অন্যায় কাজ করে, আমি উচ্চতর কর্তৃপক্ষের কাছে যাব। না হলে ন্যায়ালয়ের মধ্য়ে দিয়ে কীভাবে সত্যকে প্রতিষ্ঠিত করতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে।

শান্তনু নিজে একসময়ে রাজ্য় মেডিক্যাল কাউন্সিলে সরকার মনোনীত সদস্য ছিল। কিন্তু আরজি কর কাণ্ডে পর যখন তৃণমুলের সঙ্গে দূরত্ব বাড়ে, তখন রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। সেই শান্তনুকেই এবার দোষী সাব্যস্ত করেছে মেডিক্যাল কাউন্সিল। অভিযোগ, কাউন্সিলে নথিভুক্ত নয়, এমন ডিগ্রি ব্যবহার করছিলেন এই চিকিত্‍সক নেতা। তদন্তে কমিটি রিপোর্টে অভিযোগের সত্যতা প্রমাণিত। ২১ দিনে মধ্য জবাব চেয়ে শান্তনুকে চিঠি দিয়েছে রাজ্য় মেডিক্য়াল কাউন্সিলর।

আরও পড়ুন:  Ahmedabad Plane Crash: আমদাবাদের ভয়ংকর বিমান দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শোকপ্রকাশ, অভিষেকের স্বচ্ছ তদন্তের দাবি…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *