Kamal Kaur Bhabhi Murder: ‘কৌর’-এর অবমাননা, বিতর্কিত ‘কমল ভাবী’র খুনে দায় স্বীকার… বিস্ফোরক ভিডিয়ো উগ্রপন্থী শিখ নেতার…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিতর্কিত পাঞ্জাবি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার (Instagram influencer) কমল কৌর ভাবীকে (Kamal Kaur Bhabhi) হত্যার দায় স্বীকার করলেন উগ্রপন্থী শিখ নেতা অমৃতপাল সিং মেহরন। একটি ভিডিয়ো পোস্ট করে অমৃতপাল সিং মেহরন দাবি করেন, “খালসা কখনও মহিলাদের উপর আক্রমণ করে না। কিন্তু যখন কোনও মহিলা আমাদের তখত্কে টার্গেট করে ও শিখ মূল্যবোধের অবমাননা করে, তখন তাঁকে ছেড়ে দেওয়া যায় না।”

মেহরন অভিযোগ করেন, কমল কৌর ভাবীর ভিডিয়োতে শিখ ইতিহাসের অবমাননা করা হয়েছে। তিনি ‘কৌর’-এর অবমাননা করেছেন,  শিখ মূল্যবোধকে নষ্ট করেছেন অশ্লীলতার মাধ্যমে। অমৃতপাল সিং মেহরন জানান, তিনি পাঞ্জাবে অশ্লীলতার প্রচার ও প্রসার রোধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর বলেন, তিনি বলেছিলেন যে তিনি জীবিত থাকাকালীন এই ধরণের অশ্লীল বিষয়বস্তুকে তিনি পাঞ্জাবে ছড়িয়ে পড়তে দেবেন না। আর তাই কাঞ্চন কুমারী ওরফে কমল কৌর ভাবীকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, পাঞ্জাবের ভাতিন্দায় আদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাছে একটি পার্ক করা গাড়ির ভিতর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কাঞ্চন কুমারী (Kanchan Kumari) ওরফে কমল কৌর ভাবীকে (Kamal Kaur Bhabhi) মৃত অবস্থায় পাওয়া যায়। কমল কৌর ভাবীর মৃত্যুতে খুনের অভিযোগে তদন্ত শুরু করেছে পাঞ্জাব পুলিস। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই নিহং শিখকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। অমৃতপাল সিং মেহরনের সঙ্গে তাঁদের যোগসূত্র খতিয়ে দেখছে পুলিস।

সোশ্যাল মিডিয়ায় কমল কৌর ভাবী অত্যন্ত পরিচিত মুখ। ফলে স্বাভাবিকভাবেই তাঁর রহস্যমৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তাঁর শেষ ইনস্টাগ্রাম পোস্টটিও ছিল বেশ রহস্যময়। তিনি লিখেছিলেন, “কোনও আবেগ নেই, ভালোবাসা নেই, কোনও প্রেম নেই। যা বাকি আছে তা কেবল সন্দেহ, সন্দেহ আর সন্দেহ।”

আরও পড়ুন, Air India crash: অভিশপ্ত উড়ানের শেষ ৫০ সেকেন্ড! কী ঘটেছে… মিলল ড্রিমলাইনারের ব্ল্যাক বক্স…

আরও পড়ুন, Ahmedabad plane crash: স্ত্রীর শেষ ইচ্ছে রাখতে ভারতে, অভিশপ্ত AI 171-র যাত্রী, আর ফেরা হল না সন্তানদের কাছে…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *