Summer vacation news: তাপপ্রবাহের পরিস্থিতি! ফের স্কুল ছুটির নির্দেশ, কতদিন ছুটি পড়ুয়াদের? কবে খুলবে?


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলায় তীব্র গরম। সময়ের আগেই প্রবেশ করেছে বর্ষা। কিন্তু দেখা নেই বৃষ্টির। রাজ্য়ে অন্তত তাপপ্রবাহের পরিস্থিতি। আর গরমের দাপট থেকে পড়ুয়াদের সুরক্ষিত রাখতে বন্ধ থাকবে স্কুলগুলি (WB School Summer Holiday)। রাজ্যের স্কুল শিক্ষা বিভাগ বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে ১৩ এবং ১৪ জুন সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকারি স্পনসরড স্কুলে পাঠদান কার্যক্রম স্থগিত করেছে।

আরও পড়ুন, Dakshin Dinajpur Shocker: চরম মধ্যযুগীয় বর্বরতা! ডাইনি অপবাদে একই পরিবারের ৪ জনকে বেধড়ক মার, মল খাইয়ে…

পার্বত্য এলাকা বাদে সমস্ত সরকারি ও সরকারপোষিত প্রাইমারি স্কুল, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ রাখা হবে, রাজ্যের সিদ্ধান্ত জানিয়ে দিলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার এবং শনিবার সব স্কুল বন্ধ। রবিবার সাধারণ ছুটি, ফলে স্কুল ফের খুলবে সোমবার ১৬ জুন। পাশাপাশি, শিক্ষা দফতরের তরফে সিবিএসই এবং আইসিএসই বোর্ডের স্কুলগুলির পঠনপাঠন বন্ধ রাখার আর্জিও জানানো হয়েছে। 

পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি এই বছর তাড়াতাড়ি শুরু হয়েছিল ৩০ এপ্রিল রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে। গরমের ছুটির পর গত ২ জুন থেকে রাজ্যের সরকারি স্কুলগুলি খুলেছিল। কিন্তু বৃষ্টির দেখা নেই রাজ্যের, যার ফলে গরম বাড়ছে। এই অবস্থায় স্কুলে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন পড়ুয়ারা। কয়েকটি জেলায় আবার সকালে প্রাইমারি স্কুলের ক্লাস শুরু করার কথা ভাবা ছিল কিন্তু পরবর্তীতে তা পরিবর্তিত হয়। 

এদিকে সোমবার থেকে দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবার পর্যন্ত যখন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, তখন উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।

আরও পড়ুন, Molestation Case: সকলকে ছুটি দিয়ে নাবালিকার সঙ্গে অশালীন কাজ! মাকে সব ঘটনা খুলে বলতেই…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *