তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীকে প্রকাশ্যে দেদার ধারাল অস্ত্রের কোপ! অভিযোগ…| husband of the tmc Panchayat member injured by sharp weapon in malda


রণজয় সিংহ: ফের আক্রান্ত তৃণমূল কর্মীর স্বামী। ধারালো অস্ত্রের কোপ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের স্বামীকে। গুরুতর জখম পঞ্চায়েত সদস্যের স্বামী মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি মালদার কালিয়াচক থানার সুজাপুরে। আহত পঞ্চায়েত সদস্যের স্বামীর নাম তৈফিক আলি(৪২)। বাড়ি সুজাপুর যোগি মোড় তুঁত পাড়ায়। তাঁর স্ত্রী সোনি বিবি সুজাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য। 

এই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তরা হলেন বেনু সেখ,রেনু সেখ, জাহাঙ্গীর সেখ। এরা রাস্তায় দাঁড়িয়ে মদ্যপান করছিলেন। তারই প্রতিবাদ করেছিলেন সোনি বিবির স্বামী। আর তাই তাকে এলোপাথারি কোপনো হয় ধারালো অস্ত্র দিয়ে। পুরো ঘটনা জানিয়ে কালিয়াচক থানায় অভিযোগ করা হয়। শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন:North 24 Parganas: মায়ের সম্মতিতেই দিনের পর দিন মেয়েকে ধর্ষণ ‘গুণধর’ বাবার! কাউকে বললেই…

উল্লেখ্য, দু’দিন আগেই রাজ্যের মন্ত্রীর স্বামীর উপর হামলা করা হয়। লাঠির ঘায়ে গুরুতর জখম হন মন্ত্রীর স্বামী। অভিযোগের তির বিজেপির দিকে, যদিও অভিযোগ অস্বীকার বিজেপির।

রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামীর উপর হামলা ও মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গত শুক্রবার রাতে মন্ত্রীর স্বামী তুহিন মান্ডির উপর হামলার অভিযোগ ওঠে বাঁকুড়ার খাতড়া বাজারে। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে। ঘটনায় ৬ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে খাতড়া থানার পুলিস। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। 

আরও পড়ুন:Puja Banerjee: আসল কালপ্রিট পূজা-কুণালই! প্রযোজককে অপহরণ, টাকা আদায়, স্ত্রীর অভিযোগে তোলপাড়…

রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির অভিযোগ গত শুক্রবার সন্ধ্যার কিছু পরে বাঁকুড়ার খাতড়া বাজারে লাঠি সোঁটা নিয়ে জমায়েত করেছিলেন বিজেপির বেশ কিছু লোকজন। সেই সময়  মুদিখানার সামগ্রী কিনতে বাজারে যান মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডি। অভিযোগ বাজার করার সময় আচমকাই বিজেপির ১৫ -১৬ জন কর্মী লাঠিসোঁটা নিয়ে তাঁর স্বামীর উপর হামলা চালায়। পিঠে ও ডান হাতে গুরুতর আঘাত পান মন্ত্রীর স্বামী। খবর পেয়ে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে সেই রাতেই খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *