১৪৮ বছরের ইতিহাসে বদল, পাঁচের বদলে এবার ৪ দিনের টেস্ট! ইংল্যান্ডে গিয়ে জানলেন শুভমনরা


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের (India tour of England 2025) টেস্ট সিরিজই হতে চলেছে অধিনায়ক হিসেবে শুভমন গিলের (Shubman Gill) প্রথম অ্যাসাইনমেন্ট। দেশের ৩৭তম টেস্ট অধিনায়কের নেতৃত্বে তরুণ টিম ইন্ডিয়া বেন স্টোকসদের বিরুদ্ধে, লিডসের হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে ২০ জুন থেকে মহাযুদ্ধে নামবে। আপাতত চলছে দলের রুদ্ধদ্বার অনুশীলন। আর এমন আবহে বিলেতে গিয়ে শুভমনরা পেয়ে গেলেন বিরাট আপডেট! বদলে যাচ্ছে ১৪৮ বছরের ইতিহাস। পাঁচের বদলে এবার ৪ দিনের টেস্ট! নীলনকশা তৈরি আইসিসি-র (ICC Plans 4-day Tests)।

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত মা ICU-তে, তবুও…! টিম ইন্ডিয়ার মহাতারকাকে কুর্নিশ দেশবাসীর

৪ দিনের টেস্ট!

টেস্ট-ক্রিকেটের শুদ্ধতম সংস্করণ, সবুজ ঘাসে লাল বলের নান্দনিকতাকে বাঁচিয়ে রেখে তাকে দীর্ঘজীবী করার, পাশাপাশিই আগামী প্রজন্মের কাছে জনপ্রিয় করে তোলা। এমন চিন্তা থেকেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বহুদিন ধরেই পাঁচের বদলে ৪ দিনের টেস্টের কথা বলে আসছে। এই প্রসঙ্গে ‘দ্য গার্ডিয়ান’ সংবাদপত্র লিখেছে, ‘গত সপ্তাহে লর্ডসে ডব্লিউটিসি ফাইনাল চলাকালীনই এই নিয়ে আলোচনা হয়েছে। আইসিসির চেয়ারম্যান জয় শাহ, ২০২৭-২৯ ডব্লিউটিসি সাইকেলের জন্য  চার দিনের টেস্টে করার সমর্থন জানিয়েছেন।’

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-ভারত

রিপোর্টে আরও বলা হয়েছে যে, ‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-ভারতকে অ্যাশেজ ও অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে (অতীতের বর্ডার-গাভাসকর ট্রফি) পাঁচ দিনের টেস্ট খেলার অনুমতিই দেওয়া হয়েছে।’ অনেক ছোট দেশ রয়েছে, যারা সময় এবং খরচের কারণে টেস্ট আয়োজনে অনিচ্ছুক। কিন্তু পাঁচের বদলে চার দিনের টেস্ট হলে তিন সপ্তাহেরও কম সময়ে পুরো তিন টেস্টের সিরিজ খেলা সম্ভব হবে। চার দিনের টেস্টে খেলার সময় বাড়ানো হবে, যাতে সময় নষ্ট না হয়! তাই প্রতিদিন ৯০ ওভারের পরিবর্তে কমপক্ষে ৯৮ ওভার খেলা বাধ্যতামূলক করা হবে। গত সপ্তাহে লর্ডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের জটিল ভ্রমণপথই টেস্টের দিন কমানোর বিষয়টিকে আরও বেশি করে তুলে ধরেছে এবং পরিবর্তনের প্রয়োজনীয়তার উপর মনোনিবেশ করা হয়েছে।’

২০১৭-তেই শুরু!

আইসিসি ২০১৭ সালে প্রথম দ্বিপাক্ষিক প্রতিযোগিতার জন্য চার দিনের টেস্ট খেলার অনুমোদন দিয়েছিল। ২০১৯ এবং ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে চার দিনের টেস্ট খেলা হয়েছিল। গত মাসে ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ড জিম্বাবোয়ের বিরুদ্ধে চার দিনের টেস্ট খেলেছে। তবে ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচ দিনের বিদ্যমান ফর্ম্যাটই চালু থাকবে। আগামী মঙ্গলবার শ্রীলঙ্কা-বাংলাদেশকে দুই টেস্টের সিরিজ দিয়ে নতুন চক্রের শুরু। ২০২৫-২৭ সাইকেলে প্রতিদ্বন্দ্বিতাকারী ৯টি দেশের মধ্যে অনুষ্ঠিত ২৭টি টেস্ট সিরিজের মধ্যে ১৭টিতে মাত্র দু’ই ম্যাচের সিরিজ থাকবে, তিন ম্যাচের ছ’টি সিরিজ থাকছে। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-ভারত প্রত্যেকেই একে অপরের বিরুদ্ধে পাঁচটি টেস্টের সিরিজ খেলবে।

আরও পড়ুন: ২৫০০০ কোটির সম্পত্তি! শরীরে করুণাণিধি-স্তালিনের রক্ত, কাকে বিয়ে করছেন IPL মালকিন?

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *